Logo

সারাদেশ

গান বন্ধ করতে বলায় মাদ্রাসার প্রিন্সিপালকে যুবদল নেতার মারধর, বিক্ষোভ

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ১৬:৩৪

গান বন্ধ করতে বলায় মাদ্রাসার প্রিন্সিপালকে যুবদল নেতার মারধর, বিক্ষোভ

নাটক ও অশ্লীল গান-বাজনা বন্ধ করতে বলায় যুবদল নেতা কর্তৃক মাদ্রাসার প্রিন্সিপালকে মারধর করায় জামালপুরের মেলান্দহে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে মেলান্দহ উপজেলার সর্বস্তরের তৌহিদী জনতার উদ্যোগে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। 

এ সময় বক্তব্য রাখেন হেফাজতে ইসলাম জামালপুর জেলা শাখার সভাপতি মাওলানা আবুল কাশেম, নির্বাহী সভাপতি মুফতি শামসুদ্দিন, সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী খান ও মাওলানা নজরুল ইসলাম। 

বক্তারা অভিযোগ করে বলেন, গতকাল রাতে মেলান্দহে সাবেক নাংলা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে নাংলা ইউনিয়ন বিএনপির সেক্রেটারি জাকির ও পৌর যুবদলের আহবায়ক মোবারকের নেতৃত্বে নাটক ও গান বাজনার আয়োজন করা হয়। এই নাটক ও অশ্লীল গানবাজনার উদ্বোধন করেন মেলান্দহ উপজেলা বিএনপির নবনির্বাচিত সাধারণ সম্পাদক মজুরুল কবির মঞ্জু। মধ্যরাতে উচ্চস্বরে অশ্লীল গান-বাজনা চলাকালে অনুষ্ঠানস্থলে এসে স্থানীয় জামিয়া হুসাইনিয়া মাদ্রাসার প্রিন্সিপাল মুফতি শামসুদ্দিন তা বন্ধ করতে বলেন৷ এ সময় পৌর যুবদলের যুগ্ম-আহবায়ক দেলোয়ার হোসেনসহ বেশ কয়েকজন এসে মুফতি শামসুদ্দিনকে মারধর করেন। বিষয়টি নিয়ে উপজেলা বিএনপির সভাপতি মোস্তাফিজুর রহমান বাবুল দুঃখ প্রকাশ করে ক্ষমা প্রার্থণা করেন আলেম ওলামাদের কাছে। 

বক্তারা বলেন, মেলান্দহে কোনো প্রকার গান-বাজনা, নাটক করতে দেওয়া হবে না। যেখানেই গান-বাজনা হবে, সেখানেই প্রতিরোধ করবে ওলামায়ে কেরাম। আগামী ২৪ ঘণ্টার মধ্যে প্রিন্সিপাল মুফতি শামসুদ্দিনের ওপর হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে জেলার সকল থানা ঘেরাওসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। 

মেহেদী হাসান/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর