Logo

সারাদেশ

সাভারে ‘আওয়ামী দোসর সাংবাদিকের’ গ্রেপ্তারের দাবি

Icon

আশুলিয়া (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২১:১০

সাভারে ‘আওয়ামী দোসর সাংবাদিকের’ গ্রেপ্তারের দাবি

সাভারের আশুলিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে গণহত্যার সহযোগী ‘আওয়ামী লীগের দোসর সাংবাদিকের’ গ্রেপ্তারসহ তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে আশুলিয়া প্রেসক্লাবের সামনে সাংবাদিক ও ছাত্রজনতার ব্যানারে এ মানববন্ধন হয়। 

মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি নবীনগর-চন্দ্রা মহাসড়ক দিয়ে বাইপাইল মোড় হয়ে প্রেসক্লাবের নতুন ভবনস্থানে গিয়ে শেষ হয়।

মানববন্ধনে তারা ‘গণহত্যার ষড়যন্ত্রকারী একাধিক মামলার আসামি ফ্যাসিস্ট সরকারের দোসর এনটিভির সংবাদকর্মী জাহিদুর রহমান ও এটিএন নিউজের সংবাদকর্মী জাহিদ হাসান সাকিলকে’ অবিলম্বে গ্রেপ্তারের দাবি করেন। 

মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন, আশুলিয়া প্রেসক্লাবের আহ্বায়ক লোকমান হোসেন চৌধুরী (খোকা) ও সদস্যসচিব সোহেল রানা প্রমুখ।

হাসান ভুঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর