Logo

সারাদেশ

মির্জাপুরে বাজার তদারকিতে বিশেষ কমিটির অভিযান

Icon

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:০৯

মির্জাপুরে বাজার তদারকিতে বিশেষ কমিটির অভিযান

ছবি : বাংলাদেশের খবর

টাঙ্গাইলের মির্জাপুরে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার মূল্য নিয়ন্ত্রণ, সরবরাহ ব্যবস্থার তদারকি ও পর্যালোচনা শীর্ষক মতবিনিময় সভা শেষে বাজার মনিটরিং করেছে বিশেষ কমিটির সদস্যরা।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সকালে মির্জাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে দুপুরে উপজেলা প্রশাসন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সেনাবাহিনীর কর্মকর্তা ও বিশেষ কমিটির সদস্যরা যৌথভাবে বাজার মনিটরিং ও অভিযান পরিচালনা করেন।  

বাজার মনিটরিংয়ের সময় চলাচলের সড়ক দখল করে ব্যবসা পরিচালনার দায়ে ফল ব্যবসায়ী আব্দুল মান্নানকে ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম আরিফুল ইসলাম।  

এছাড়া মুদি দোকানগুলোতে পণ্যের মূল্য তালিকা প্রদর্শন বাধ্যতামূলক করার নির্দেশনা দেওয়া হয়। ব্যবসায়ীদের কৃত্রিম সংকট তৈরি না করার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দেওয়া হয়। এ সময় ব্যবসায়ীরা বোতলজাত সয়াবিন তেলের সরবরাহ ঘাটতির কথা জানান।  

বাজার মনিটরিং অভিযানে মির্জাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা এ.বি.এম আরিফুল ইসলাম, মির্জাপুর সেনা ক্যাম্পের কমান্ডার মেজর শাহীন কবির শুভ, ওসি মো. মোশারফ হোসেন, জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক আসাদুজ্জামান রুমেল, জেলা স্যানিটারি ইন্সপেক্টর আনোয়ারুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

রেজাউল করিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর