Logo

সারাদেশ

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

Icon

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ২০:৫৯

গাইবান্ধায় ছাত্রলীগ নেতাকে কুপিয়ে হত্যা

ছবি : সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে আল মামুন মন্ডল (২৫) নামে এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় জামদানি রাস্তায় এ ঘটনা ঘটে।  

সাদুল্লাপুর থানার পুলিশ জানায়, নিহত আল মামুন মন্ডল ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।

৫ জুলাই সরকার পরিবর্তনের পর থেকে তিনি বাড়ি ছেড়ে পালিয়ে ছিলেন। দীর্ঘদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বাড়ি থেকে বের হলে দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়।  

স্থানীয়রা জানান, মামুন মন্ডল জামদানি রাস্তায় পৌঁছালে একদল দুর্বৃত্ত তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। পরে আশপাশের লোকজন তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।  

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজ উদ্দিন বলেন, ‘আমরা হত্যার ঘটনা সম্পর্কে জেনেছি। তবে কারা এ ঘটনায় জড়িত সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত শুরু করেছে।’ 

আতিকুর রহমান/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর