Logo

সারাদেশ

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব গ্রেপ্তার

Icon

চাঁদপুর প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৭

চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতা হাবিব গ্রেপ্তার

ছবি : বাংলাদেশের খবর

‘অপারেশন ডেভিল হান্ট’ এ চাঁদপুরে স্বেচ্ছাসেবক লীগের নেতা হাবিব খানকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর সাবরেজিস্ট্রার অফিস এর নিকট থেকে তাকে গ্রেপ্তার করে সদর মডেল থানা পুলিশ।

রাতে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুর সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) একরামুল। 

তিনি বলেন, হাবিবের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনের মামলা চলমান রয়েছে। কয়েকদিন পূর্বে গ্রেপ্তার জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ফরিদগঞ্জ উপজেলার রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান কাউসারুল আলম কামরুল এর সাথে তার সখ্যতা রয়েছে বলে আমরা জানতে পারি।

খোঁজ নিয়ে ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, গ্রেপ্তার হাবিব খান শহরের নিউ ট্রাক রোড খান বাড়ির মৃত হারিছ খানের ছেলে। তিনি নিজেকে কখনো সাংবাদিক, কখনো অটোরিকশা মালিক সমিতির নেতা পরিচয় দেন। তার বিরুদ্ধে মাদক কারবারি জড়িত থাকার একাধিক অভিযোগ রয়েছে। তার ছোট ভাই সোহাগ ছাত্রলীগ নেতা।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া বলেন, ‘গ্রেপ্তার আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।’

আলআমিন ভূঁইয়া/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর