Logo

সারাদেশ

বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেপ্তার

Icon

সিলেট ব্যুরো

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:০২

বিদেশে পালাতে গিয়ে বিমানবন্দরে আ.লীগ নেতা গ্রেপ্তার

হবিগঞ্জের আজমিরীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি ও শিবপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আলী আমজাদ তালুকদার (৬৮) কে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে তাকে বিমানবন্দর এলাকা থেকে আটক করা হয়।  

পুলিশ সূত্রে জানা গেছে, আলী আমজাদ তালুকদারের বিরুদ্ধে আজমিরীগঞ্জ থানায় একটি মামলা রয়েছে। তিনি আমেরিকায় বসবাসরত পরিবারের কাছে চলে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। তবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আজমিরীগঞ্জ থানার পুলিশ ঢাকার বিমানবন্দর পুলিশের সহায়তায় তাকে গ্রেপ্তার করে।  

আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মাঈদুল হাছান বিষয়টি নিশ্চিত করেছেন।

রেজাউল হক ডালিম/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর