Logo

সারাদেশ

‘সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেবো না’

Icon

বরগুনা প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:৫৪

‘সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেবো না’

ছবি : বাংলাদেশের খবর

‘সুন্দরবন আমার মা, ধ্বংস হতে দেবো না’ -এ প্রতিপাদ্য নিয়ে বরগুনার তালতলীতে সুন্দরবন দিবস পালিত হয়েছে। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১০টায় তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভার আয়োজন করা হয়।

ধরিত্রী রক্ষায় আমরা (ধরা), পায়রা ইলিশ রক্ষা কমিটি ও তালতলী চারুকলা অ্যাকাডেমির আয়োজনে এ প্রতিযোগিতা ও সভা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিষয়বস্তু ছিল ‘সুন্দরবন’। প্রতিযোগিতায় দুটি গ্রুপে অংশগ্রহণ করা হয়। ‘ক’ গ্রুপে প্রথম শ্রেণি থেকে তৃতীয় শ্রেণি এবং ‘খ’ গ্রুপে চতুর্থ শ্রেণি থেকে সপ্তম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীরা অংশ নেন।

‘ক’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডারগার্ডেনের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী মাহমুদা আক্তার ইমা। দ্বিতীয় স্থান অধিকার করেন একই বিদ্যালয়ের হুমায়রা। তৃতীয় স্থান অধিকার করেন তালতলী চারুকলা অ্যাকাডেমির পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী ফাইজা আনজুম অপি। 

‘খ’ গ্রুপে প্রথম স্থান অধিকার করেন তালতলী সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর শিক্ষার্থী তাবাসসুম ইসলাম। দ্বিতীয় স্থান অধিকার করেন ছোট ভাইজোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী আদানি। তৃতীয় স্থান অধিকার করেন সানরাইজ কিন্ডারগার্ডেনের তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ঐশী মনি।

চিত্রাঙ্কন প্রতিযোগিতা শেষে আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। এ দিনে সবারই উচিত সুন্দরবনকে ভালোবাসা। কারণ সুন্দরবন বাঁচলে বাংলাদেশ বাঁচবে।

বক্তারা আরও বলেন, সুন্দরবন জাতীয় সম্পদ। এটি ঝড় ও জলোচ্ছাস থেকে আমাদের রক্ষা করে, মায়ের মতো আগলে রাখে। তাই সুন্দরবনকে বাঁচাতে সবাইকে আরও সচেতন হতে হবে। আগামী প্রজন্মের মাঝে এর গুরুত্ব তুলে ধরতে হবে।

খান নাঈম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর