Logo

সারাদেশ

কক্সবাজারে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৯:১৫

কক্সবাজারে মহাসড়কে দুর্ঘটনায় নিহত ১, আহত ৭

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজার-টেকনাফ মহাসড়কে প্রাইভেটকার ও টমটমের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ সময় আরও সাতজন আহত হয়েছেন।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে রামুর খুনিয়াপালং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত আইয়ুব আলী (৫৫) খুনিয়াপালং ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, টমটম ও প্রাইভেটকারের মুখোমুখি সংঘর্ষের হলে পরিবহন দুটি পার্শ্ববর্তী খালে পড়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে আহত আটজনকে হাসপাতালে পাঠায়। পরে আহতদের কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক টমটম চালক আইয়ুব আলীকে মৃত ঘোষণা করেন। 

কক্সবাজার সদর হাসপাতালে কর্তব্যরত মেডিকেল অফিসার ডা. আশেক এলাহী জানান, এ ঘটনায় গুরুতর আহত এক দম্পতিকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর