সাংবাদিক মিরনের ওপর হামলার প্রতিবাদ, দোষীদের গ্রেপ্তারের দাবি

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৩০

পটুয়াখালীর কুয়াকাটা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও সাংবাদিক জহিরুল ইসলাম মিরনের ওপর হত্যার উদ্দেশ্যে হামলার প্রতিবাদ এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪টায় কুয়াকাটা পৌরসভার সামনে বয়েস ক্লাব ও শরীফ মার্কেটের উদ্যোগে এ মানববন্ধন আয়োজন করা হয়। এতে কুয়াকাটা প্রেসক্লাবের সভাপতি রুমান ইমতিয়াজ তুষার, জনপ্রিয় অভিনেতা সাদ্দাম মাল, কুয়াকাটা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাইদুর রহমান সোহেলসহ স্থানীয় ব্যবসায়ীরা বক্তব্য দেন।
বক্তারা আগামী ২৪ ঘণ্টার মধ্যে দোষীদের খুঁজে বের করে আইনের আওতায় আনার দাবি জানান। অন্যথায় আরও কঠোর কর্মসূচি গ্রহণের হুঁশিয়ারি দেন তারা।
উল্লেখ্য, গত ৪ ফেব্রুয়ারি রাত সাড়ে ১২টার দিকে বাংলাভিশনের কলাপাড়া-কুয়াকাটা প্রতিনিধি সাংবাদিক জহিরুল ইসলাম মিরনকে সন্ত্রাসীরা এলোপাতাড়ি কুপিয়ে বাসার সামনে ফেলে রেখে যায়। এতে তার হাত, পা ও শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হয়। বর্তমানে তিনি ঢাকার এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
জাকারিয়া জাহিদ/এমবি