Logo

সারাদেশ

বারবার শাসক পরিবর্তন হলেও জনগণের ভাগ্য বদলায়নি : লিয়াকত আলী

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ১৪ ফেব্রুয়ারি ২০২৫, ২১:৫২

বারবার শাসক পরিবর্তন হলেও জনগণের ভাগ্য বদলায়নি : লিয়াকত আলী

‘বারবার শাসক ও শাসনের পরিবর্তন হয়েছে। কিন্তু জনগণের ভাগ্যের পরিবর্তন হয়নি’ বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও কুমিল্লা অঞ্চলের টিম সদস্য অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া।

শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেলে ফেনী শহরের মেহেদী সাঈদী বিদ্যানিকেতনে ১৪নং ওয়ার্ডে জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এ কথা বলেন।

সম্মেলনে অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়া বলেন, স্বাধীনতার ৫৩ বছর পরও বাংলাদেশ অর্থনৈতিক শোষণ, রাজনৈতিক নিপীড়ন ও সাংস্কৃতিক গোলামী থেকে মুক্ত হতে পারেনি। দেশের মানুষ ঘুষ, দুর্নীতি ও দুঃশাসনের কবলে পড়ে দিশেহারা হয়ে পড়েছে। শাসকগোষ্ঠী হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে। ধনী-দরিদ্রের বিশাল ব্যবধান সৃষ্টি করে সামাজিক নিরাপত্তা ও শৃঙ্খলা বিঘ্নিত হয়েছে।

তিনি আরও বলেন, নির্বাচন ব্যবস্থায় মানুষের ভোটাধিকার হরণ করে দিনের ভোট রাতে করে বাংলাদেশের গণতন্ত্র আজ এক নিকৃষ্ট পর্যায়ে উপনীত হয়েছে। নতুন প্রজন্মকে জাতিসত্তার পরিচয় ভুলিয়ে দিতে মিথ্যা, বানোয়াট ও কাল্পনিক ইতিহাস রচনা করেছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা আবদুল হান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মাওলানা আবদুর রহিম, ফেনী শহর আমির ইঞ্জিনিয়ার নজরুল ইসলাম, সেক্রেটারি মাওলানা সামাউন হাসান, একেএম শামছুদ্দিন, ১৬নং ওয়ার্ড আমির রুহুল আমিন ও ১৭নং ওয়ার্ড আমির মীর গুলজার আহমদ।

সম্মেলনের সভাপতিত্ব করেন জামায়াতের ওয়ার্ড আমির মাইন উদ্দিন মিন্টু এবং সঞ্চালনা করেন মাহবুবুল আলম রবিন।

এমরান পাটোয়ারী/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর