Logo

সারাদেশ

তুচ্ছ বিষয় নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

Icon

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ: ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৯

তুচ্ছ বিষয় নিয়ে ভাতিজার হাতে চাচা খুন

ছবি : বাংলাদেশের খবর

কক্সবাজারের চকরিয়ায় তুচ্ছ বিষয় নিয়ে ঝগড়াকে কেন্দ্র করে ভাতিজার ছুরিকাঘাতে হোছাইনগীর (৩৬) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বদরখালী ইউনিয়নের ফুলতলা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত হোছাইনগীর উপজেলার বদরখালী ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের ছনুয়াপাড়া এলাকার বাসিন্দা।

ঘাতক ভাতিজা মো. ফোরকান প্রকাশ কালু (১৭)। তিনি মো. হাসানগীরের ছেলে। তারা সম্পর্কে চাচা ভাতিজা।

শনিবার (১৬ ফেব্রুয়ারি) চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনজুর কাদের ভূঁইয়া গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাতে ওসি জানান, বিকালে হোছাইনগীরের স্ত্রীর সঙ্গে তার বড় ভাই হাছানগীরের স্ত্রীর মধ্যে তুচ্ছ বিষয়ে ঝগড়া হয়। সেই ঝগড়ার সূত্র ধরে সন্ধ্যা পৌনে ৭টার দিকে চাচা হোছাইনগীরকে তার ভাতিজা ফোরকান ফুলতলা স্টেশনে প্রকাশ্যে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে গুরুতর আহত করেন।

এ সময় লোকজন এগিয়ে গেলে ফোরকান পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহত হোছাইনগীরকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

ইমতিয়াজ মাহমুদ ইমন/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর