Logo

সারাদেশ

সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, চেয়ার ছোঁড়াছুঁড়ি

Icon

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ০০:১১

সভাপতি পদ নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ, চেয়ার ছোঁড়াছুঁড়ি

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ওয়ার্ড কমিটি গঠন সভা পণ্ড হয়েছে। এ সময় উভয়পক্ষকে চেয়ার ছোঁড়াছুঁড়ি করতে দেখা গেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার চন্ডিপাশা ৩নং ওয়ার্ড কাউন্সিলে সভাপতি পদ নিয়ে দুই গ্রুপের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, পাকুন্দিয়া উপজেলার চন্ডিপাশা ইউনিয়নের চন্ডিপাশা পূর্ব পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩ নং ওয়ার্ড কমিটি গঠনের লক্ষ্যে সভার আয়োজন করা হয়। এতে সভাপতি পদপ্রার্থী শেখ আসাদ ও গোলাপ মিয়ার সমর্থকদের মাঝে চেয়ার ছোঁড়াছুঁড়ির ঘটনা ঘটে। এতে অন্তত ৭/৮ জন আহত হয়েছেন। গুরতর আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। 

এলাকাবাসী জানান, কিশোরগঞ্জ জেলা ও উপজেলা বিএনপির নেতাদের উপস্থিতিতে শনিবার (১৫ ফেব্রুয়ারি) বিকেলে ইউনিয়নের চন্ডিপাশা পূর্বপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে ৩ নং ওয়ার্ড কমিটি গঠন নিয়ে আলোচনা সভা ডাকে ইউনিয়ন বিএনপি। সভা চলাকালে ওয়ার্ডের দুই সভাপতি প্রার্থীর লোকজনের মধ্যে কথা কাটাকাটি থেকে সংঘর্ষের ঘটনা ঘটে।

দুই পক্ষই চেয়ার দিয়ে অন্য পক্ষের লোকজনকে আঘাত করে। এতে বেশ কয়েকজন আহত হন। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

চন্ডিপাশা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. বদরুল আলম বলেন, অনেক নেতাকর্মী আহত হয়েছেন। সঠিক সংখ্যা এখনই বলতে পারছি না। হাসপাতালে খোঁজ নিলে বলতে পারব কয়জন আহত হয়েছেন।

এ বিষয়ে পাকুন্দিয়া উপজেলার বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট জালাল উদ্দিন জানান, চন্ডিপাসা ইউনিয়নে ৩নং ওয়ার্ডের দুই সভাপতির প্রার্থীর সমার্থকদের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ হয়। এ ঘটনায় দুই পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনা তদন্ত করে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

সংঘর্ষের বিষয়ে পাকুন্দিয়া থানার ওসি (তদন্ত) মোবারক হোসেন বলেন, বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় চেয়ার ভাঙচুর করা হয়। এ বিষয়ে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আব্দুর রউফ ভূঁইয়া/এমজে

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর