Logo

সারাদেশ

রাবিপ্রবিতে মাস্টার প্ল্যানের কাজ শুরু

Icon

রাবিপ্রবি প্রতিনিধি

প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:২০

রাবিপ্রবিতে মাস্টার প্ল্যানের কাজ শুরু

ছবি : বাংলাদেশের খবর

দীর্ঘ দশ বছরের প্রতীক্ষার অবসান ঘটিয়ে রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) মাস্টার প্ল্যানের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে।

রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের মাস্টার প্ল্যান অনুযায়ী ‘বিশ্ববিদ্যালয় স্থাপন শীর্ষক প্রকল্প (২য় সংশোধিত)’ এর অধীনে অ্যাকাডেমিক ভবন-১ ও প্রশাসনিক ভবন-১ এর উন্নয়ন কাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য শান্তির প্রতীক সাদা পায়রা উড়িয়ে ও নির্মাণ শ্রমিকদের ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে উন্নয়ন কাজের শুভ সূচনা করেন। দীর্ঘ অপেক্ষার পর এ কাজ শুরু হওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

এ সময় উপাচার্য বলেন, আজকের দিনটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ দীর্ঘ প্রতীক্ষার পর আমরা আমাদের স্বপ্ন বাস্তবায়নের পথে এক ধাপ এগিয়ে গেলাম। বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে কাজ করতে গেলে ভুল হতে পারে, তবে আমরা সেসব সংশোধন করে সামনে এগিয়ে যাবো।

তিনি আরও জানান, বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন প্রকল্পের আওতায় চারটি ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। এর মধ্যে আজ একাডেমিক ভবন ও প্রশাসনিক ভবনের কাজ শুরু হলো। যা আগামী বছরের জুন মাসের মধ্যে সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। আগামী মাসে ছাত্র ও ছাত্রী হলের কাজও শুরু হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, রাঙ্গামাটি জেলার নির্বাহী প্রকৌশলী বিজক চাকমা, সহকারী প্রকৌশলী আলো জ্যোতি চাকমা, শেলটেক প্রাইভেট লিমিটেডের টিম লিডার মুকতাসিম খানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।

আহ্সান হাবীব/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর