ফেনীতে ২ ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, দীর্ঘ যানজট

ফেনী প্রতিনিধি
প্রকাশ: ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:৪৭

ছবি : বাংলাদেশের খবর
ফেনীর ফুলগাজী উপজেলায় দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
রোববার (১৬ ফেব্রুয়ারি) সকালে পুরাতন মুন্সীরহাটস্থ ফুলগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অদূরে আল মদিনা কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে জানা গেছে, একটি সিএনজি অটোরিকশাকে জায়গা দিতে গিয়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনার পরপরই দুই ট্রাকের চালক পালিয়ে যান। এতে ফেনী-পরশুরাম আঞ্চলিক সড়কে দীর্ঘ যানজট তৈরি হয়েছে। জনদুর্ভোগ লাঘবে ফুলগাজী ফায়ার সার্ভিস উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদ ফারভেজ বাংলাদেশের খবরকে জানান, সকালে দুইটি মালবাহী ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। সংঘর্ষের পর চালকেরা পালিয়ে গেছেন। যানজট নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এম. এমরান পাটোয়ারী/এমবি