Logo

সারাদেশ

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

Icon

বগুড়া প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৪৮

বগুড়ায় ট্রাকচাপায় অটোরিকশার ৫ যাত্রী নিহত

বগুড়ার দুপচাঁচিয়ায় গরুবাহী ট্রাকের চাপায় ব্যাটারিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে নওগাঁ-বগুড়া আঞ্চলিক সড়কের মেইল বাসস্ট্যান্ডে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন– দুপচাঁচিয়া উপজেলার বানিয়াদিঘী গ্রামের মোজাহার (৬০) ও সাফিকুল ইসলাম (৪৫), আদমদীঘি উপজেলার বড় আকিড়া এলাকার শহিদুল ইসলাম (৬০), দুপচাঁচিয়ার মাঝিপাড়া গ্রামের মেজবাহ (৩২) ও ডিপুইল গ্রামের অটোরিকশাচালক ময়েন সরদার (৫৫)।

পুলিশ ও স্থানীয়রা জানান, নওগাঁর দিক থেকে গরু বোঝাই একটি ট্রাক বগুড়ার দিকে যাচ্ছিল। দুপচাঁচিয়া মেইল বাসস্ট্যান্ড এলাকা অতিক্রমের সময় একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন নিহত হন। বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরে আরেকজনের মৃত্যু হয়।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, নিহতদের মধ্যে একজন অটোরিকশাচালক ও তিনজন স্থানীয় একটি টাইলস কারখানার শ্রমিক। তারা কাজ শেষে বাড়ি ফিরছিলেন। ঘটনাস্থলে নিহত চারজনের লাশ দুপচাঁচিয়া থানায় রয়েছে।

ডিআর/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর