Logo

সারাদেশ

মানিকগঞ্জে তৌহিদী জনতার বাধায় পণ্ড ওরশ

Icon

মানিকগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১০:৪৯

মানিকগঞ্জে তৌহিদী জনতার বাধায় পণ্ড ওরশ

ছবি : বাংলাদেশের খবর

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার আজিমনগরে বাউল সম্রাট আব্দুর রশিদ বয়াতির বাৎসরিক ওরশ মোবারক স্থানীয় তৌহিদী জনতার বাধার মুখে পণ্ড হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বেলা ১১ টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, ওরশ বন্ধ করতে গেলে বাধাদানকারীদের প্রতিহত করতে লাঠিসোঁটা নিয়ে আক্রমণাত্মক হন আয়োজক কমিটি। এতে দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয়। এ ঘটনার খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

জানা গেছে, প্রয়াত বাউল সম্রাট আব্দুর রশিদ বয়াতি আওয়ামী লীগের সাবেক এমপি কণ্ঠশিল্পী মমতাজ বেগমের প্রথম স্বামী। তবে মমতাজ বেগম রশিদ বয়াতির দ্বিতীয় স্ত্রী। 

এ ঘটনায় আয়োজক কমিটির কয়েকজন ভক্ত আহত হওয়ার খবর পাওয়া গেছে।

সিংগাইর থানার অফিসার ইনচার্জ জাহিদুল ইসলাম বলেন, মাজারে কোনো হামলার ঘটনা ঘটেনি। তবে ওরশ আয়োজক কমিটি প্রশাসনের কাছ থেকে কোনো অনুমতি নেয়নি। এদিকে স্থানীয় তৌহিদী জনতা ওরশ মোবারক বন্ধ করতে গেলে উলটো মেলা আয়োজক কমিটি লাঠিসোঁটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। 

সংঘাত এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রয়াত বাউলশিল্পী রশিদ বয়াতির পুত্রবধূসহ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে বলে জানান তিনি।

আফ্রিদি আহাম্মেদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর