Logo

সারাদেশ

আমতলীতে ছারছিনা শরীফের ওয়াজ মাহফিল সমাপ্ত

Icon

আমতলী (বরগুনা) প্রতিনিধি

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২৫, ১১:৫৯

আমতলীতে ছারছিনা শরীফের ওয়াজ মাহফিল সমাপ্ত

বাংলাদেশ ও মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে শুক্রবার জুম্মাবাদে আখেরি মোনাজাতের মধ্যদিয়ে বরগুনার আমতলী উপজেলার আমড়াগাছিয়া খানকায়ে ছালেহিয়া কমপ্লেক্সে তিন দিনব্যাপী ওয়াজ মাহফিল সমাপ্ত হয়েছে।

জানা গেছে, ছারছিনা শরীফের মরহুম পীর মাওলানা নেছারউদ্দিন আহম্মদের ৭৩তম ও মাওলানা আবু জাফর মোহাম্মদ ছালের ৩৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ মাহফিলের আয়োজন করা হয়। গত বুধবার শুরু হওয়া এ মাহফিল শুক্রবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়।

দক্ষিণাঞ্চলের দ্বিতীয় বৃহৎ মুসলিম জমায়েত হিসেবে পরিচিত এ মাহফিলে অংশগ্রহণের জন্য বিভিন্ন এলাকা থেকে লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলিম বাস, ট্রাক, ট্রলার ও টেম্পোতে করে খানকা শরীফে সমবেত হন।

জুম্মাবাদে এক ঘণ্টাব্যাপী আখেরি মোনাজাত পরিচালনা করেন ছারছিনা শরীফের বর্তমান পীর হযরত মাওলানা শাহ মোহাম্মদ মোহেবুল্লাহ। মোনাজাতে তিনি মুসলিম উম্মাহর ঐক্য, ভ্রাতৃত্ববোধ এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনা করেন। তিনি সকল মুসলিম উম্মাহকে অকল্যাণজনক কাজ থেকে হেদায়েত কামনা করেন।

এ মাহফিলে বিশেষ দোয়া করা হয় বিশ্ব মুসলিম উম্মাহর কল্যাণের জন্য এবং অকল্যাণকর কাজ থেকে হেদায়েত প্রার্থনা করা হয়।

এস এম সুমন রশিদ/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর