Logo

সারাদেশ

সাগর-রুনি হত্যা

নষ্ট হওয়া আলামত নিয়ে কাজ করছে আমেরিকান সংস্থা

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:০৭

নষ্ট হওয়া আলামত নিয়ে কাজ করছে আমেরিকান সংস্থা

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি হত্যাকাণ্ডের নষ্ট হয়ে যাওয়া আলামত নিয়ে কাজ করতে আমেরিকান একটি ডিএনএ সংস্থাকে দায়িত্ব দিয়েছে সরকার। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে সাবেক প্রভাবশালী ব্যক্তিদের জিজ্ঞাসাবাদও করা হয়েছে বলে জানিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী শিশির মনির।

শনিবার (২২ ফেব্রুয়ারি) শাল্লা উপজেলায় দিরাই-শাল্লা উন্নয়ন ফোরামের মেধাবৃত্তি ও হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব তথ্য জানান।

আইনজীবী শিশির মনির বলেন, সাগর-রুনি হত্যা মামলার তদন্তে পিবিআই ও সিআইডির সমন্বয়ে পাঁচ সদস্যের একটি ট্রাস্কফোর্স গঠিত হয়েছে। হাইকোর্টের নির্দেশে ৪ এপ্রিল আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে।

তিনি আরও বলেন, ২০১২ সালে এ হত্যাকাণ্ডের পর ১৩ বছর পেরিয়ে গেছে। মামলার অনেক আলামত ইতিমধ্যে নষ্ট হয়ে গেছে। তাই সরকার আরেকটি বিশেষজ্ঞ দল গঠন করে আমেরিকান ডিএনএ কোম্পানির সঙ্গে চুক্তি করেছে। তদন্ত কর্মকর্তারা কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখিয়েছেন।

সাগর-রুনি হত্যা মামলার এ আইনজীবী জানান, জেলে থাকা ব্যক্তিদের জবানবন্দি নেয়া হয়েছে। মামলার আগের তদন্তের দায়িত্বে থাকা গুরুত্বপূর্ণ কর্মকর্তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়েছে। এছাড়া টেলিভিশন চ্যানেলের দায়িত্বশীলদেরও জবানবন্দি নেয়া হয়েছে। আশা করা যাচ্ছে, তদন্তটি ইতিবাচক ফলাফল বয়ে আনবে।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাজধানীর পশ্চিম রাজাবাজারে নিজ বাসায় নির্মমভাবে খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার ও মেহেরুন রুনি। দীর্ঘ ১৩ বছর পরও এ হত্যাকাণ্ডের বিচার হয়নি। যা নিয়ে সাংবাদিক সমাজসহ সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ বিরাজ করছে।

আব্দুল হালিম/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর