Logo

সারাদেশ

বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান, মারপিটে নিহত ১

Icon

নাটোর প্রতিনিধি

প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ১৮:৫০

বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান, মারপিটে নিহত ১

নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান বাজানোকে কেন্দ্র করে মারপিটের ঘটনায় কামাল বেপারী (৪৫) নামে একজন নিহত হয়েছেন। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত কামাল বেপারী ওই এলাকার মৃত ইসমাইল বেপারীর ছেলে।

জানা যায়, মানিকপুর গ্রামের কামাল বেপারীর বড় ভাইয়ের ছেলে ভাতিজা সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিলো। বিয়ে উপলক্ষে বাড়িতে সাউন্ডবক্স দিয়ে উচ্চশব্দে গান-বাজনা হচ্ছিলো। এমন সময় প্রতিবেশী মৃত আকু বেপারীর ছেলে সামসুল বেপারী, শাজাহান বেপারী ও শাহাদত বেপারী বিয়ে বাড়িতে এসে কামাল বেপারীর ওপর অতর্কিত হামলা চালান। এতে ঘটনাস্থলেই কামাল ব্যাপারী মৃত্যুবরণ করেন।

এ বিষয়ে বড়াইগ্রাম থানার ইন্সপেক্টর (তদন্ত) মো. মাহবুবুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া চলমান।

মেহেদী/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর