Logo

সারাদেশ

সাজেকে ভয়াবহ আগুনে পুড়ল ৩০ হোটেল-রিসোর্ট

Icon

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৫২

সাজেকে ভয়াবহ আগুনে পুড়ল ৩০ হোটেল-রিসোর্ট

ছবি : বাংলাদেশের খবর

রাঙ্গামাটির সাজেক পর্যটন এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবার দুপুর (২৪ ফেব্রুয়ারি) আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ড শুরু হয়। আগুনে প্রায় ৩০টি হোটেল ও রিসোর্ট সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আগুনে পুড়ে যাওয়া হোটেল ও রিসোর্টগুলোর মধ্যে অবকাশ রিসোর্ট, ইকো ভেলী, মেঘচুট, মনটানা, মারুতি আবাসিক হোটেলসহ আরও অনেক প্রতিষ্ঠান রয়েছে। স্থানীয়দের ধারণা, আগুনের সূত্রপাত হোটেল অবকাশ থেকে হয়েছে। তবে এখন পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

স্থানীয় বাসিন্দা ও নিরাপত্তা বাহিনীর সদস্যরা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে সাজেকে দীর্ঘদিন ধরে পানি সংকট থাকায় আগুন নেভানো কষ্টসাধ্য হয়ে পড়েছে। এছাড়া সাজেক থেকে দীঘিনালা ফায়ার সার্ভিস স্টেশনের দূরত্ব প্রায় দুই ঘণ্টার পথ হওয়ায় ফায়ার সার্ভিসের যানবাহন এখনো ঘটনাস্থলে পৌঁছাতে পারেনি।

সাজেক রিসোর্ট কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জয় বলেন, বাতাসের কারণে আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। রাস্তার দুই পাশের কটেজগুলো একের পর এক পুড়ছে।

সাজেক ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার অনিত্য ত্রিপুরা বলেন, আমরা কংলাক পাহাড়ের এক গ্রামে জরুরি সভায় যাচ্ছিলাম, তখন খবর পেলাম সাজেক ভ্যালিতে আগুন লেগেছে।

সাজেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দুলাল চাকমা বলেন, দুপুরের প্রচণ্ড রোদ ও বাতাসের কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছে। সাজেকে কোনো ফায়ার সার্ভিস স্টেশন না থাকায় পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালাচ্ছে।

ছোটন বিশ্বাস/এমবি 

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর