জিপি স্টার গ্রাহকরা ঘরেরবাজারের পণ্যে পাবেন বিশেষ মূল্যছাড়

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১২:১৯

অনলাইন প্ল্যাটফর্ম ঘরেরবাজারের সাথে চুক্তিবদ্ধ হয়েছে গ্রামীণফোন। ঘরেরবাজার দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে নিজস্ব তত্ত্বাবধায়নে সংগৃহীত নিরাপদ, পুষ্টিকর ও উচ্চমানসম্পন্ন সব খাবার গ্রাহকদের দোরগোড়ায় সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। আর এজন্য জিপি স্টার গ্রাহকদের জন্য রমজান উপলক্ষে নিয়ে আসা হয়েছে বিশেষ সুবিধা।
রমজান মাস হলো আত্ম-অনুসন্ধান, তাক্বওয়া ও একাত্মতার মাস। এই মাসটিকে অর্থবহ করতে স্বাস্থ্যকর খাদ্যাভ্যাস একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এটিকে লক্ষ্য রেখেই, জিপি স্টার গ্রাহকরা ঘরেরবাজারের স্বাস্থ্যকর খাদ্য সামগ্রীর উপর পাবেন বিশেষ বিশেষ সব মূল্য ছাড়।
ঘরেরবাজারের সিইও মো. নাজমুস সাকিব বলেন, ‘গ্রামীণফোন ও ঘরেরবাজারের সম্পর্ক আমাদের গ্রাহকদের জন্য একটি চমৎকার সুযোগ উপস্থাপন করছে। আমরা আত্মবিশ্বাসী যে, উভয় অংশের গ্রাহকরাই এই বিশেষ মূল্য ছাড়ে লাভবান হবেন।’
গ্রামীণফোনের পার্টনারশিপ মার্কেটিংয়ের প্রধান মুনিয়া ঘানি বলেন, ‘ঘরেরবাজারের সাথে কাজের সূচনা আমাদের জন্য আনন্দের। একে অপরের সাথে সহযোগিতামূলক সম্পর্ক আমাদের অনলাইন গ্রাহক অভিজ্ঞতা উন্নত করবে এবং তা উভয় প্রতিষ্ঠানের জন্যই লাভজনক হবে।’
গ্রামীণফোন ও ঘরেরবাজারের মধ্যকার সাইনিং সেরিমনিতে ঘরেরবাজারের সিইও মো. নাজমুস সাকিব এবং গ্রামীণফোনের হেড অফ ব্র্যান্ড ও মার্কেট কমিউনিকেশনসের মো. ইফতেখার আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিজ্ঞপ্তি