Logo

অর্থনীতি

এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমানের পদত্যাগ

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ১৮ মার্চ ২০২৫, ০০:০৪

এসবিএসি ব্যাংকের এমডি হাবিবুর রহমানের পদত্যাগ

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংকের এমডি হাবিবুর রহমান পদত্যাগ করেছেন। তিনি ব্যাংকটির সাবেক চেয়ারম্যান এ জেড এম শফিউদ্দিন শামীমের বন্ধু। 

এমডি হিসেবে হাবিবুর রহমানের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল আগামী ডিসেম্বরে। গতকাল (রোববার) ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় হাবিবুর রহমানের পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ হয়। অবশ্য আগামী এক মাস পরে তার পদত্যাগ কার্যকর হবে বলে জানা গেছে।

ব্যাংকের একজন পরিচালক হাবিবুর রহমানের পদত্যাগের সত্যতা নিশ্চিত করে বলেন, বিগত সময়ে ব্যাংকটিতে নানা অনিয়ম হয়েছে। প্রতিটি ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে হঠাৎ করে রোববারের পর্ষদ সভার শেষ দিকে তিনি পদত্যাগপত্র জমা দিলে তা গ্রহণ করা হয়।

এর আগে ২০২৩ সালের সেপ্টেম্বরে একবার হাবিবুর রহমান পদত্যাগপত্র জমা দিয়ে পরে আবার প্রত্যাহার করেন।

২০১৩ সালে সাউথ বাংলা ব্যাংকের যাত্রা শুরুর পর থেকে বেশিরভাগ এমডি মেয়াদ শেষের আগেই পদত্যাগ করেছেন। যাত্রা শুরুর সময় ব্যাংকটির চেয়ারম্যান ছিলেন এসএম আমজাদ হোসেন। বিভিন্ন পক্ষের দ্বন্দ্বে তিনি পদত্যাগ করার পর চেয়ারম্যান হন বিতর্কিত ব্যবসায়ী থার্মেক্স গ্রুপের চেয়ারম্যান আব্দুল কাদির মোল্লা। তারপর ২০২৩ সালের আগস্টে ব্যাংকটির নতুন চেয়ারম্যানের দায়িত্ব নেন এ জেড এম শফিউদ্দিন শামীম। তিনি ২০২৪ সালের জানুয়ারিতে আওয়ামী লীগ থেকে নৌকা প্রতীকে এমপি হন। শামীম পলাতক থাকায় গত সেপ্টেম্বরের পর্ষদ সভায় নতুন চেয়ারম্যান নির্বাচিত করা হয় ইঞ্জিনিয়ার মো. মোখলেসুর রহমানকে।

এএইচএস/ওএফ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এসবিএসি ব্যাংক এমডি পদত্যাগ ব্যাংক অর্থনীতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর