Logo

অর্থনীতি

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২৪ মার্চ ২০২৫, ১৭:০৩

নতুন ঠিকানায় ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা

নতুন ঠিকানায় উদ্বোধন হলো ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখা। রোববার (২৩ মার্চ) নিমতলা শাখা আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ন্যাশনাল ব্যাংকের এসইভিপি ও আঞ্চলিক প্রধান (দক্ষিণ) মো. মেশকাত-উল-আনোয়ার খান। 

এ সময় ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখার ব্যবস্থাপক ও ভিপি মো. তারিক হাবিব, শাখার কর্মকর্তা-কর্মচারী, স্বনামধন্য ব্যবসায়ীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

নতুন ঠিকানাতে ন্যাশনাল ব্যাংকের নিমতলা শাখায় গ্রাহকের প্রতি সেবার মান ও পরিধি আরও বৃদ্ধি পাবে বলে আমন্ত্রিত অতিথিরা আশাবাদ ব্যক্ত করেন।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর