Logo

অর্থনীতি

অতীতের সব রেকর্ড ভেঙে রেমিট্যান্স ৩ বিলিয়নের ঘরে

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ২৭ মার্চ ২০২৫, ১৬:১১

অতীতের সব রেকর্ড ভেঙে রেমিট্যান্স ৩ বিলিয়নের ঘরে

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

দেশের প্রবাসী আয়ের অতীতের সব রেকর্ড ভেঙে প্রায় ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এরআগে ২০২৪ সালের ডিসেম্বরে প্রবাসীদের ২৬৪ কোটি ডলার এসেছিল, ওটাই ছিল একক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স। তার আগে ২০২০ সালের জুলাই মাসে ২৬০ কোটি ডলারের রেকর্ড রেমিট্যান্স এসেছিল।

প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১১ কোটি ৪৫ লাখ ডলার। সেই হিসেবে আগামী (আজ) বৃহস্পতিবার রেমিট্যান্স ৩ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। 

বৃহস্পতিবার (২৭ মার্চ) কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য পর্যালোচনা করে এই তথ্য পাওয়া যায়।

কেন্দ্রীয় ব্যাংকের সবশেষ প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, ১-২৬ মার্চ পর্যন্ত এই পরিমাণ দাঁড়ায় ২৯৪৫ মিলিয়ন মার্কিন ডলারে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। ২০২৪ সালের ১-২৬ মার্চ পর্যন্ত আয়ের পরিমাণ ছিল ১৬১৪ মিলিয়ন মার্কিন ডলার।

প্রবাসী আয়ের প্রবাহে ২০২৫ সালের মার্চ মাসে ব্যাপক বৃদ্ধি দেখা গেছে। ২৫-২৬ মার্চ, ২০২৫-এ প্রবাসী আয়ের পরিমাণ ছিল ১৯৭ মিলিয়ন মার্কিন ডলার। ১-২৬ মার্চ পর্যন্ত এই পরিমাণ দাঁড়ায় ২৯৪৫ মিলিয়ন মার্কিন ডলারে, যা ২০২৪ সালের একই সময়ের তুলনায় ৮২.৪% বেশি। ২০২৪ সালের ১-২৬ মার্চ পর্যন্ত আয়ের পরিমাণ ছিল ১৬১৪ মিলিয়ন মার্কিন ডলার।

এছাড়াও, জুলাই ২০২৪ থেকে ২৬ মার্চ ২০২৫ পর্যন্ত মোট প্রবাসী আয় হয়েছে ২১,৪৩৫ মিলিয়ন মার্কিন ডলার, যা গত বছরের একই সময়ের (জুলাই ২০২৩-২৬ মার্চ ২০২৪) ১৬,৬৯২ মিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ২৮.৪% বেশি।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর