
টানা ৯ দিনের ছুটি শেষে রোববার থেকে আবারও নিয়মিত লেনদেন শুরু হয়েছে ব্যাংক-বীমা শেয়ারবাজারে। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্র প্রবণতায় লেনদেন চলছে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৪০ লাখ টাকা।
রোববার (৬ এপ্রিল) সপ্তাহের প্রথম কার্যদিবস দুপুর ২টা পর্যন্ত ডিএসইর প্রধান সূচক ১৫ পয়েন্ট কমেছে। এ সময় ডিএসইর বেশিরভাগ কোম্পানির শেয়ারদর কমেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, এদিন ডিএসইর প্রধান সূচক বা ‘ডিএসইএক্স’ ১৫ দশমিক ০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে।
প্রধান সূচকের সঙ্গে শরিয়াহ সূচক বা ‘ডিএসইএস’ ০ দশমিক ০৩ পয়েন্ট কমে ১ হাজার ১৫৮ আর ‘ডিএস-৩০’ সূচক ০ দশমিক ৬০ পয়েন্ট কমে ১ হাজার ১৬৮ পয়েন্টে অবস্থান করছে।
আলোচ্য সময়ে ডিএসইতে ৩৩৪ কোটি ৪০ লাখ ৬৯ হাজার টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এ সময় লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দাম বেড়েছে ১০০টির, কমেছে ২৫৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টি কোম্পানির শেয়ারদর।
এর আগে গত ২৭ মার্চ (বৃহস্পতিবার) ব্যাংক-বিমার সর্বশেষ কার্যদিবসে লেনদেন হয়। এরপর পবিত্র ঈদুল ফিতর, বিশেষ ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে শনিবার পর্যন্ত বন্ধ থাকে কার্যক্রম।
রোববার থেকে স্বাভাবিক নিয়মে ব্যাংক সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত লেনদেন হয়। ব্যাংক খোলা থাকে সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।
এএইচএস/এমবি