Logo

অর্থনীতি

সর্বোচ্চ রেমিট্যান্স এল মার্চে

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ১৮:৩৪

সর্বোচ্চ রেমিট্যান্স এল মার্চে

গ্রাফিক্স : বাংলাদেশের খবর

দেশের ইতিহাসে এক মাসে সর্বোচ্চ রেমিট্যান্স আহরণেন নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। বিদায়ী মার্চ মাসে ৩২৯ কোটি ডলার বা ৩ দশমিক ২৯ বিলিয়ন ডলারের রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসী বাংলাদেশিরা। দেশীয় মুদ্রায় প্রতি ডলার ১২২ টাকা হিসাবে ৪০ হাজার কোটি টাকা। 

ঈদুল ফিতরকে কেন্দ্র করে দেশে রেমিট্যান্স বা প্রবাসী আয়ের এই সুনামি বয়ে যায়। এই রেকর্ড গড়তে প্রতিদিন গড়ে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ৬১ লাখ ডলার করে।

রোববার (৬ এপ্রিল)  বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ২০২৪ সালে দেশের ইতিহাসে সর্বোচ্চ (প্রায় ২৬৪ কোটি ডলার) রেমিট্যান্স আসে গত বছরের ডিসেম্বরে। আর দ্বিতীয় সর্বোচ্চ প্রবাসী আয় এসেছে চলতি বছরের ফেব্রুয়ারিতে (প্রায় ২৫৩ কোটি ডলার)। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

সংশ্লিষ্টরা জানান, হুন্ডি-সহ বিভিন্ন অবৈধ চ্যানেলে প্রবাসীদের টাকা পাঠানো কমে গেছে, বৈধপথে রেমিট্যান্স আসা আহরণ বেড়েছে। এছাড়া মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরকে কেন্দ্র ক‌রে প্রবাসীরা পরিবারের কাছে বেশি অর্থ পাঠানোয় রেমিট্যান্সের নতুন এই রেকর্ড হয়।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর