Logo

অর্থনীতি

রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ২৫৬২ কোটি ডলার

Icon

জ্যেষ্ঠ প্রতিবেদক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৫, ২০:১২

রেমিট্যান্সের জোয়ারে রিজার্ভ ২৫৬২ কোটি ডলার

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫.৬২ বিলিয়ন ডলার ছাড়িয়েছে—বিপিএম৬ পদ্ধতিতে রিজার্ভ ২০.৪৬ বিলিয়ন ডলার।

রোববার (৬ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও  মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ৬ এপ্রিল তারিখে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ২৫,৬২৫.৩৮ মিলিয়ন মার্কিন ডলার (গ্রস রিজার্ভ)।

 তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) অনুমোদিত ব্যালেন্স অব পেমেন্ট অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল ৬ষ্ঠ সংস্করণ (বিপিএম৬) অনুযায়ী হিসাব করলে রিজার্ভের পরিমাণ ২০,৪৬০.৫২ মিলিয়ন মার্কিন ডলার।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) হিসাব অনুযায়ী, দেশে এখন রিজার্ভ বিপিএম৬ হিসেবে দুই হাজার ৪৬ কোটি পাঁচ লাখ ২০ হাজার ডলার। তবে ব্যয়যোগ্য রিজার্ভ এক হাজার ৭০০ কোটি ডলারের ঘরে। কিন্তু বাংলাদেশ ব্যাংকের হিসেবে দেশের মোট রিজার্ভ দুই হাজার ৫৬২ কোটি ৫৩ লাখ ৮০ হাজার ডলার।

এএইচএস/এমআই

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর