Logo

অর্থনীতি

আইসিবি ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৫, ১২:০৮

আইসিবি ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দিল বাংলাদেশ ব্যাংক

আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে আইসিবি ইসলামি ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১০ এপ্রিল) ব্যাংকটির পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালকের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালনের বিষয়টি স্পষ্ট করে চিঠি ইস্যু করেছে বাংলাদেশ ব্যাংক।

এদিন এক ক্ষুদে বার্তায় বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মো. মজিবুর রহমানকে আইসিবি ইসলামিক ব্যাংক লিমিটেড-এর পরিচালনা পর্ষদ এবং ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব প্রদান করা হয়েছে।

উপযুক্ত কর্তৃপক্ষের অনুমোদনক্রমে ব্যাংকের আমানতকারী ও ব্যাংকের স্বার্থ রক্ষার্থে এবং ব্যাংকিং সুশাসন নিশ্চিতকল্পে মো. মজিবুর রহমানকে এ দায়িত্ব প্রদান করা হয়েছে।

এর আগে ৯ এপ্রিল বাংলাদেশ ব্যাংকের এক প্রজ্ঞাপনে বলা হয়, আমানতকারীদের স্বার্থ সংরক্ষণ এবং ব্যাংকে সুশাসন নিশ্চিত করতে আইসিবি ইসলামি ব্যাংকের পর্ষদ ভেঙে দেওয়া হলো।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, আইসিবি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনাগত ও পরিচালনা পর্ষদের দুর্বলতার কারণে ব্যাংকটি ব্যাপক মূলধন ও প্রভিশন ঘাটতিতে পড়েছে। একইসঙ্গে রয়েছে বিপুল পরিমাণ শ্রেণিকৃত বিনিয়োগ, বড় অঙ্কের পুঞ্জীভূত লোকসান, ব্যবস্থাপনায় চরম অস্থিরতা, প্রবল তারল্য সংকট এবং সামগ্রিকভাবে গুরুতর আর্থিক সংকট।

এসবের পেছনে পর্ষদের নীতিনির্ধারণী ব্যর্থতা এবং পর্ষদ সংশ্লিষ্ট নানা কর্মকাণ্ড ব্যাংকিং সুশাসন ও শৃঙ্খলার পরিপন্থী হওয়ায়, ব্যাংক কোম্পানি আইনের ক্ষমতাবলে জনস্বার্থে ও আমানতকারীদের স্বার্থ রক্ষায় বিদ্যমান পরিচালনা পর্ষদ বাতিলের আদেশ জারি করা হলো।

এএইচএস/এটিআর

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর