বাজেটে ব্যয়ের ক্ষেত্রে চুরি কমান : আব্দুল আউয়াল মিন্টু

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৩:১৩

বাজেটে ব্যয়ের ক্ষেত্রে চুরি কমাতে হবে বলে মন্তব্য করেছেন এফবিসিসিআই ও ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আব্দুল আউয়াল মিন্টু।
রোববার (১৩ এপ্রিল) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বার অব কমার্স আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মিন্টু বলেন, ব্যয়ের ক্ষেত্রে দায়বদ্ধ থাকতে হবে। মিথ্যা বলে যারা জনগণকে বিভ্রান্তি করে তাদের বিচারের আওতায় আনতে হবে।
এএইচএস/এটিআর