আবদুর রহমান খান
শিগগিরই অটোমেশনে যাচ্ছে এনবিআর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৫, ১৩:৩২

করহারের ভিন্নতা দূর করতে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর কাজ করছে। এ লক্ষ্যে এনবিআর শিগগিরই অটোমেশনে যাচ্ছে বলে জানিয়েছেন সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।
রোববার (১৩ এপ্রিল) হোটেল ইন্টারকন্টিনেন্টালে ঢাকা চেম্বারে দৈনিক সমকাল এবং চ্যানেল ২৪-এর যৌথ উদ্যোগে ‘প্রাক-বাজেট আলোচনা ২০২৫-২৬: বেসরকারি খাতের প্রত্যাশা’ শীর্ষক মতবিনিময় সভায় এ কথা জানান তিনি।
অনুষ্ঠানে সভাপতিত্বে করেন ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি তাসকীন আহমেদ।
এনবিআর চেয়ারম্যান বলেন, করহারের ভিন্নতা দূর করতে কাজ করছি। তাই বলছি, আগামীতে করহারে কোনো বৈষম্য থাকবে না। সবক্ষেত্রেই একক করহার থাকবে। শিগগিরই অটোমেশনে যাচ্ছে এনবিআর। এটা করতে সর্বোত্তম কাজ করছি, এটা করার বাধাগুলো নিয়ে কাজ হচ্ছে।
আবদুর রহমান খান বলেন, শিল্প খাতের উন্নয়নে অনেকেই কর অবকাশ চান। কিন্তু কাঙ্ক্ষিত রাজস্বের লক্ষ্যে এটা বন্ধ করতে হবে। অনেকেই বলছে, কর অবকাশ দিলে শিল্পের উন্নয়ন হবে, তাদেরকে এসব থেকে বেরিয়ে আসতে হবে। তাই এখন কর অবকাশ নিয়ে চিন্তা করার কারণ নেই। কর অবকাশ বিষয়গুলো গুরুত্ব সহকারে দেখছি। ধীরে ধীরে এ থেকেও বেরিয়ে আসব।
বিভিন্ন করহার প্রসঙ্গে তিনি বলেন, আমরা সবক্ষেত্রেই করহার সমান করার লক্ষ্যে কাজ করছি। আগামীতে করহারে বৈষম্য থাকবে না, বৈষম্যহীন কর ব্যবস্থার দিকেই আমরা এগুচ্ছি।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি মীর নাসির হোসেন এবং ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স (আইসিসি) বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান প্রমুখ।
এএইচএস/এটিআর