Logo

অর্থনীতি

ব্যাংক খাত সংস্কার

টাস্কফোর্স সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে গভর্নর

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৪:২৬

টাস্কফোর্স সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে গভর্নর

ব্যাংকিং খাত সংস্কারের জন্য গঠিত টাস্কফোর্সের সদস্যদের সঙ্গে জরুরি বৈঠকে বসেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

মঙ্গলবার (১৫ এপ্রিল) বেলা সাড়ে ১২টা থেকে কেন্দ্রীয় ব্যাংকে এই বৈঠক শুরু হয়। বেলা ২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বৈঠক চলছিল।

বৈঠকে উপস্থিত আছেন, প্রধান উপদেষ্টার আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকী, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর মুহাম্মদ এ (রুমি) আলী, ব্র্যাক ব্যাংকের চেয়ারম্যান মেহরিয়ার এম হাসান, বিশ্ব ব্যাংকের সাবেক প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন, জেডএনআরএফ ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট সাইন্সের ভাইস চ্যান্সেলর অধ্যাপক এম জুবায়দুর রহমান এবং নিরীক্ষা প্রতিষ্ঠান হুদা ভাসি চৌধুরী অ্যান্ড কোম্পানির সাব্বির আহমেদ।

সম্প্রতি ইনস্টিটিউট অব ব্যাংকর্সের এক অনুষ্ঠানে গভর্নর বলেছেন, বড় একটি রেখে বাকি ইসলামী ব্যাংকগুলোকে দুটি ব্যাংকে রূপান্তর করা হবে।

ধারণা করা হচ্ছে, আজকের বৈঠকে ইসলামী ব্যাংকগুলো প্রসঙ্গে গভর্নরের সাম্প্রতিক বক্তব্য নিয়ে আলোচনা হতে পারে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর