সয়াবিন তেলের দাম বাড়ল লিটারে ১৪ টাকা, আজ থেকেই কার্যকর

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ১৫ এপ্রিল ২০২৫, ১৬:২১

দেশে ভোজ্যতেলের দাম প্রতি লিটারে ১৪ টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৫ টাকা থেকে বাড়িয়ে ১৮৯ টাকা নির্ধারণ করা হয়েছে। খোলা সয়াবিন ও পাম তেলের দাম বেড়ে দাঁড়িয়েছে ১৬৯ টাকা, যা আগে ছিল ১৫৭ টাকা।
মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত ভোজ্যতেল আমদানি ও সরবরাহবিষয়ক পর্যালোচনা সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান, বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দসহ সরকারের বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বাণিজ্য উপদেষ্টা জানান, বোতলজাত সয়াবিন তেলের পাঁচ লিটারের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ৯২২ টাকা, যা আগে ছিল ৮৫২ টাকা। বাজারে এই নতুন দাম আজ থেকেই কার্যকর হবে।
তেলের দাম বাড়ানোর কারণ ব্যাখ্যা করে তিনি বলেন, ‘ভোজ্যতেল আমদানিতে শুল্ক ও কর অব্যাহতির মেয়াদ ৩১ মার্চ শেষ হয়েছে। ফলে আমদানি ব্যয় বেড়েছে, সেই কারণে কিছুটা মূল্যসামঞ্জস্য করা হয়েছে।’
এর আগে গত ২৭ মার্চ বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন দাম বৃদ্ধির প্রস্তাব দিয়ে বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনে চিঠি দেয়। প্রস্তাবে বোতলজাত সয়াবিন তেলের দাম ১৮ টাকা ও খোলা তেলের দাম ১৩ টাকা বাড়ানোর দাবি করা হয়। তবে সরকার একাধিক পক্ষের সঙ্গে আলোচনার পর ১৪ ও ১২ টাকা বৃদ্ধির সিদ্ধান্ত নেয়।
বাণিজ্য উপদেষ্টা আরও জানান, বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে ইতোমধ্যে দুইটি তেল কোম্পানি উৎপাদন শুরু করেছে এবং আরও ৬-৭টি কোম্পানি উৎপাদন প্রক্রিয়ায় আসছে। এতে বাজারে তেলের ঘাটতি দেখা দেবে না বলে আশা প্রকাশ করেন তিনি।
উল্লেখ্য, এর আগে গত বছরের ৯ ডিসেম্বর সর্বশেষ সয়াবিন তেলের দাম বাড়ানো হয়েছিল। তখন বোতলজাত প্রতি লিটারের দাম ১৬৩ টাকা থেকে বাড়িয়ে ১৭৫ টাকা নির্ধারণ করা হয়।
ডিআর/এমএইচএস