Logo

অর্থনীতি

শিল্পখাতে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিজিএমইএর উদ্বেগ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২৭ জানুয়ারি ২০২৫, ২১:৫৮

শিল্পখাতে গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে বিজিএমইএর উদ্বেগ

ছবি : সংগৃহীত

বাংলাদেশে শিল্প খাতে গ্যাসের মূল্য পুনরায় বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে সরকার, যা প্রতি ঘনমিটারে ১৫০ শতাংশ পর্যন্ত বেড়ে ৭৫ টাকা হতে পারে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে দেশের বস্ত্র ও পোশাক শিল্পের শীর্ষ প্রতিনিধিরা, যারা আশঙ্কা প্রকাশ করেছেন যে, গ্যাসের মূল্য বৃদ্ধি শিল্পায়ন ও অর্থনীতিতে দীর্ঘমেয়াদী নেতিবাচক প্রভাব ফেলবে।

সোমবার (২৭ জানুয়ারি) বিজিএমইএর এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। 

করোনা মহামারির পরেও শিল্প খাতে অর্থনৈতিক চ্যালেঞ্জ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং বিশ্বব্যাপী মূল্যস্ফীতির কারণে রপ্তানি খাতে স্থবিরতা বিরাজ করছে। একইসাথে, গ্যাস, বিদ্যুৎ ও অন্যান্য খরচ বৃদ্ধি এবং শ্রমিকদের মজুরি বৃদ্ধি শিল্প খাতের উৎপাদন খরচ বেড়েছে। এর প্রভাবে বস্ত্র ও পোশাক খাতে আর্থিক ক্ষতি হচ্ছে এবং রপ্তানির সময়সীমা লঙ্ঘন হচ্ছে।

বাংলাদেশের পোশাক শিল্পে গ্যাসের চাহিদা রয়েছে প্রায় ১৪০০ এমএমসিএম, যার প্রায় ৩০ শতাংশ সরবরাহ হয় পোশাক খাতে। গ্যাসের মূল্য ৪৫ টাকা বৃদ্ধি হলে শিল্প খাতে বার্ষিক প্রায় ৬৩০০ কোটি টাকা অতিরিক্ত খরচ হতে পারে, যা পোশাক রপ্তানি আয়ের ১.৫ শতাংশের সমান। এছাড়া, টেক্সটাইল শিল্পের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টগুলোও বিপুল পরিমাণ অতিরিক্ত খরচ বহন করতে হবে, যা তাদের প্রতিযোগিতামূলক সক্ষমতা হ্রাস করতে পারে।

বিজিএমইএ নেতারা বলছেন, এই পরিস্থিতিতে বিনিয়োগে স্থবিরতা দেখা দিয়েছে এবং রপ্তানি খাতে প্রতিযোগিতামূলক সক্ষমতা হারানোর আশঙ্কা তৈরি হয়েছে। তারা সরকারের কাছে গ্যাসের মূল্য বৃদ্ধির পরিকল্পনা স্থগিত করার আহ্বান জানিয়েছেন এবং শিল্প খাতে গ্যাস সরবরাহের সংকট দ্রুত সমাধান করার জন্য সময়মত পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করেছেন।

তারা আরও জানান, সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বিস্তারিত আলোচনা এবং প্রয়োজনীয় তথ্য সরবরাহের জন্য তারা প্রস্তুত আছেন।

এএইচএস/এমআই
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর