কারণ ছাড়াই লাফিয়ে বাড়ছে সিকদার ইন্স্যুরেন্সের দর
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৫, ২০:০৫
-6798e421e1de1.jpg)
পুঁজিবাজারের তালিকাভুক্ত বীমা কোম্পানি সিকদার ইন্স্যুরেন্সের দাম কারণ ছাড়াই লাফিয়ে বাড়ছে। মঙ্গলবার লেনদেনের শুরুতে কোম্পানিটির শেয়ারের দর ছিল ২১ টাকা ৫০ পয়সা। দিন শেষে প্রতিটি ১০ টাকা মূল্যের শেয়ার দর এক টাকা বেড়ে দাঁড়িয়েছে ২২ টাকা ৫০ পয়সায়। গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৩ দশমিক ৬৩ শতাংশ পতন হলেও কোম্পানির প্রতিটি শেয়ারের দর বেড়েছে চার দশমিক ৬৯ শতাংশ।
হঠাৎ কেন কোম্পানিটির শেয়ার দর এত বাড়ছে জানতে চাইলে কামাল হোসেন নামে একজন বিনিয়োগকারী বলেন, ‘কেন গত বেশ কিছু দিন থেকে জেড ক্যাটাগরির স্টকগুলোর আধিপত্য এত বেশি? আপনি জানেন কি- প্রতিবেদককে পাল্টা প্রশ্ন কামালের। কামাল প্রশ্ন করেন, শুধু সিকদার নয়, খুলনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানির (কেপিপিএল) শেয়ারের মতো স্টক যার কোম্পানির কার্যক্রম বন্ধ আছে অনেকদিন ধরে, কী করে এ ধরনের স্টকের প্রাইস এতো বাড়ে? আমারও জানা নেই। এই মার্কেটে উদ্ভট ঘটনাই হলো স্বাভাবিক ঘটনা।’
কোম্পানিটির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা গেছে, কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০ কোটি আর পরিশোধিত মূলধন ২৪ কোটি টাকা। কোম্পানিটি ২০২২ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত লাভ করেছে ৪ কোটি ৭০ লাখ টাকা। এ ছাড়া ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত লাভ করেছে ৫ কোটি ৭০ লাখ টাকা। অর্থাৎ আগের বছরের তুলনায় কোম্পানিটির ১ কোটি টাকা বেশি লাভ করেছে। কোম্পানিটি সবশেষ ২০২৩ সালে বিনিয়োগকারীদের ৩ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।
এদিকে কোম্পানির ২০১৯ থেকে ২০২৩ সাল পর্যন্ত গড়ে যেখানে ২০ কোটি টাকা প্রতি বছর কোম্পানিটির দায় ছিলো, সেখানে সিকদার ইন্স্যুরেন্সের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে দেখা যায়, কোম্পানিটি তাদের আর্থিক দায় হঠাৎ করে ২০২৩ সালের প্রায় ছয় গুণ বাড়িয়েছে। তবে তাদের রিজার্ভ গড়ে ৩০ কোটি টাকায় রয়েছে। এ ছাড়া ২০২৩ সালে শেয়ার প্রতি সম্পদের মূল্য নেট অ্যাসেটস ভ্যালু পার শেয়ার (এনএভিপিএস) ৩ কোটি ৪ লাখ ৯০ হাজার টাকা। যার আগের বছর ছিলো ২ কোটি ৮৭ কোটি ৩০ লাখ টাকা। আর আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১৩ লাখ ৪০ হাজার টাকা ও ১২ লাখ ২০ হাজার টাকা।
এ বিষয়ে সিকদার ইন্স্যুরেন্স কোম্পানির সেক্রেটারি আব্দুর রাজ্জাকের কাছে জানতে চেয়ে তার মুঠোফোন নাম্বারে একাধিকবার কল করা হলেও তিনি কল রিসিভ করেননি। পরে তিনি ম্যাসেজের মাধ্যমে এ নিয়ে মন্তব্য করতে পারবেন না বলে জানান।
এএইচএস/বিএইচ