সরকারি স্কুলে ভর্তি
জুলাই আন্দোলনে আহত-নিহতের সন্তানদের জন্য ৫ শতাংশ কোটা নির্ধারণ

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ০২ মার্চ ২০২৫, ১৯:১৯
-67c45b0f2b00e.jpg)
২০২৪ সালের জুলাই-আগস্ট মাসে সংঘটিত ‘গণঅভ্যুত্থানে’ আহত ও নিহতদের পরিবারের সদস্যদের জন্য সরকারি স্কুলে ৫ শতাংশ কোটা বরাদ্দের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মুক্তিযোদ্ধা কোটার মতোই এই কোটা সুবিধা কার্যকর হবে।
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা অধিদপ্তর গত ২০ ফেব্রুয়ারি এ সংক্রান্ত একটি অফিস আদেশ জারি করেছে, যা রোববার (২ মার্চ) প্রকাশ করা হয়েছে।
অফিস আদেশে বলা হয়েছে, মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের পুত্র-কন্যা এবং ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে আহত ও শহীদদের পরিবারের সদস্যরা এই সুযোগ পাবেন। ভর্তির সময় আবেদনকারীদের প্রয়োজনীয় প্রমাণপত্র বা গেজেটের মূল কপি জমা দিতে হবে।
এছাড়াও, যাচাই-বাছাই শেষে সংরক্ষিত আসনে ভর্তির সুযোগ দেওয়া হবে। যদি সংরক্ষিত আসনের জন্য যোগ্য আবেদনকারী না পাওয়া যায়, তবে মেধাতালিকা অনুযায়ী আসন পূরণ করা হবে। কোনো অবস্থাতেই আসন শূন্য রাখা যাবে না।
ডিআর/এনএমএম/এমএইচএস