Logo

জাতীয়

নিসাব সংস্কার করছে গওহরডাঙ্গা বোর্ড

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৫, ২১:০৭

নিসাব সংস্কার করছে গওহরডাঙ্গা বোর্ড

দেশের কওমি মাদ্রাসার স্বীকৃত বোর্ডগুলোর অন্যতম বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশ তার শিক্ষানিসাব সংস্কারে হাত দিয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) এক বিজ্ঞপ্তিতে সংস্থাটি বিষয়টি নিশ্চিত করে। একই সঙ্গে ওই বিবৃতিতে বোর্ডটির অধিভুক্ত মাদ্রাসাগুলোর প্রতিও দিয়েছে বিশেষ নির্দেশনা।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এতদ্বারা কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল কওমিয়া গওহরডাঙ্গা বাংলাদেশের অধিভুক্ত সকল মাদ্রাসার দায়িত্বশীলদের কে জানানো যাচ্ছে যে, বোর্ডের নিসাব প্রণয়ন ও সংস্কার কার্যক্রম চলমান রয়েছে। আশা করি পহেলা রমজানের পূর্বেই অনলাইনে সংশোধিত নিসাব প্রকাশ করা হবে ইনশাআল্লাহ, যা পরবর্তীতে বই আকারে সকল মাদ্রাসায় প্রেরণ করা হবে। অতএব, আগামী শিক্ষাবর্ষের জন্য কিতাব সংগ্রহের ক্ষেত্রে অত্র বোর্ডভুক্ত সকল মাদ্রাসার দায়িত্বশীল, শিক্ষার্থী ও অভিভাবকদের কে বিষয়টি খেয়াল রাখার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা যাচ্ছে।’

ডিআর/বিএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর