
৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডস বা অস্কার জিতল শন বেকারের সিনেমা ‘আনোরা’। আর অভিনেতা হিসেবে অস্কারে জিতেছেন অ্যাড্রিয়েন ব্রডি। দ্য ব্রুটালিস্ট সিনেমায় অভিনয়ের জন্য তাকে এই পুরস্কার দেওয়া হয়।
যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে বসছে ৯৭তম একাডেমি অ্যাওয়ার্ডসের আসর। বিনোদন জগতের শীর্ষদের স্বীকৃতি দিতেই এ আয়োজন। যেখানে ঘোষণা করা হয় সেরা কলা-কুশলীদের। এ বছর বাংলাদেশ সময় সোমবার ভোর থেকে পুরস্কার ঘোষণা শুরু হয়।
‘অ্যানোরা’ সিনেমায় এক যৌনকর্মীর গল্প বলা হয়েছে। যে হঠাৎ এক ধনী ক্লায়েন্টকে বিয়ে করে নতুন জীবনের সুযোগ পায়। একাডেমি অ্যাওয়ার্ডসে শ্রেষ্ঠ চলচ্চিত্রের মর্যাদাপূর্ণ পুরস্কার জিতে নিয়েছে এই সিনেমা।
এই সিনেমার ২৫ বছর বয়সী তারকা মিকি ম্যাডিসন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। এছাড়া, ছবিটির পরিচালক শন বেকার শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার অর্জন করেছেন।
‘দ্য ব্রুটালিস্ট’ সিনেমায় অভিনয়ের জন্য অ্যাড্রিয়েন ব্রোডি তার দ্বিতীয় একাডেমি অ্যাওয়ার্ড জিতেছেন। একজন ইহুদি অভিবাসী ও স্থপতির চরিত্রে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার জিতে নিলেন।
স্প্যানিশ ভাষার নেটফ্লিক্স সিনেমা ‘এমিলিয়া পেরেজ’-এ একজন মেক্সিকান মাদক সম্রাটের সহকারী চরিত্রে অভিনয়ের জন্য জো সালদানা শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেত্রীর পুরস্কার জিতেছেন।
শৈশব থেকেই অভিনয় শুরু করা কিরান কালকিন ‘এ রিয়েল পেইন’ সিনেমায় পরিবারের শিকড় খুঁজতে দুই কাজিনের পোল্যান্ড যাত্রার গল্পে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ পার্শ্ব অভিনেতার পুরস্কার পেয়েছেন।
কিরান ও জোয়ি—দুজনই এ সিনেমার জন্য গোল্ডেন গ্লোব জিতেছেন।
- ওএফ