Logo

বিনোদন

অস্কারে ইতিহাস গড়লেন শন বেকার

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মার্চ ২০২৫, ১০:৫৯

অস্কারে ইতিহাস গড়লেন শন বেকার

অ্যানোরার নির্মাতা শন বেকার অস্কারের ইতিহাস গড়েছেন। মাত্র একটি সিনেমা দিয়ে চারটি অস্কার জিতে নিয়েছেন তিনি। আর এমন বিরল কৃতিত্বের প্রথম ব্যক্তি হিসেবেও স্বীকৃতি পেয়েছেন।  

তিনি অ্যানোরা সিনেমার জন্য লেখা, পরিচালনা, সম্পাদনা ও প্রযোজনায় শীর্ষ পুরস্কার জিতেছেন। এছাড়া, ছবির প্রধান চরিত্রে অভিনয় করা মিকি ম্যাডিসন শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন। যেখানে তিনি যৌনকর্মীর ভূমিকায় অভিনয় করেছেন।

শন বেকার আগে থেকেই এই পুরস্কারের জন্য ফেভারিট ছিলেন, কারণ তিনি ডিরেক্টরস গিল্ড অফ আমেরিকা, প্রডিউসারস গিল্ড অফ আমেরিকা ও ফিল্ম ইন্ডিপেন্ডেন্ট স্পিরিট অ্যাওয়ার্ডস-এ শ্রেষ্ঠ পরিচালকের সম্মান অর্জন করেছেন।

বেকারের প্রথম আলোচিত চলচ্চিত্র ছিল ট্যানজারিন, যা একজন ট্রান্সজেন্ডার যৌনকর্মীর জীবন নিয়ে তৈরি করা হয়েছিল এবং পুরো সিনেমাটি আইফোনে চিত্রায়িত হয়েছিল। এরপর তিনি দ্য ফ্লোরিডা প্রজেক্ট নির্মাণ করেন, যেখানে ওয়াল্ট ডিজনি ওয়ার্ল্ডের পাশে দারিদ্র্যের মধ্যে বসবাসরত পরিবারগুলোর সংগ্রামের গল্প বলা হয়।

এরপর তিনি রেড রকেট নির্মাণ করেন, যেখানে এক পর্ন তারকার টেক্সাসে ফেরা ও তার জীবনযুদ্ধ দেখানো হয়। 

১৯৫৪ সালে ওয়াল্ট ডিজনি এক রাতে চারটি অস্কার জিতেছিল, তবে তা ছিল চারটি ভিন্ন চলচ্চিত্রের জন্য। ২০২০ সালে প্যারাসাইট সিনেমাও চারটি অস্কার জিতেছিল, কিন্তু সেগুলোর মধ্যে তিনটি ব্যক্তিগতভাবে পরিচালক বং জুন-হোর ছিল, কারণ শ্রেষ্ঠ আন্তর্জাতিক চলচ্চিত্রের পুরস্কার দক্ষিণ কোরিয়াকে প্রদান করা হয়েছিল।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর