Logo

বিনোদন

ফের মা হলেন মানসী

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মার্চ ২০২৫, ১১:৫১

ফের মা হলেন মানসী

বাংলা টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী মানসী সেনগুপ্ত আবারও মা হয়েছেন। কিছুদিন আগে তার জনপ্রিয় ধারাবাহিক ‘নিম সম্প্রতি ফুলের মধু’ শেষ হয়েছে, যেখানে তিনি মৌমিতার চরিত্রে অভিনয় করেছিলেন। এর পরেই এলো সুখবর— পুত্র সন্তানের মা হয়েছেন অভিনেত্রী। তার প্রথম সন্তান সাত বছরের একটি কন্যা।

এক সময় মানসীর দাম্পত্য জীবন ছিল চরম অনিশ্চয়তায়। স্বামীর সঙ্গে সম্পর্কের অবনতি ঘটেছিল। এমনকি সম্পর্কের ইতি টানার কথাও ভাবছিলেন তিনি। তবে, মেয়ের সুখের জন্য সব ঝামেলা মিটিয়ে ফেলেন অভিনেত্রী। পরবর্তীতে তারা দ্বিতীয় সন্তান নেওয়ার সিদ্ধান্ত নেন।

মানসীর স্বামী পর্দার আড়ালের লোক। কখনোই গণমাধ্যমের সামনে আসেন না তিনি।
অভিনেত্রীর ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, নবজাতক ও তিনি সুস্থ আছেন।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর