ইসলামের পথ বেছে নেওয়াটা জীবনের বেস্ট ডিসিশন : লুবাবা

বিনোদন ডেস্ক
প্রকাশ: ২০ মার্চ ২০২৫, ১২:৪৩

ছবি : লুবাবার ফেসবুক থেকে নেওয়া
শোবিজের রঙিন দুনিয়া ছেড়ে ইসলামের ছায়াতলে ফিরে আসার ঘটনা নতুন নয়। দেশ-বিদেশের বহু তারকা এ পথ বেছে নিয়েছেন। এবার সেই তালিকায় যোগ দিলেন বাংলাদেশের আলোচিত শিশুশিল্পী সিমরিন লুবাবা।
একসময় নানা কারণে আলোচনায় থাকতেন লুবাবা। নেটিজেনদের হাস্যরসের খোরাকও হয়েছেন বহুবার। তবে এবার একদম ভিন্ন কারণে তিনি সংবাদের শিরোনামে।
অনেকদিন ধরেই ইসলামের পথে নিজেকে পরিচালিত করছেন লুবাবা। ধর্মীয় অনুশাসন মেনে জীবনযাপন করছেন। তবে থেমে থাকেননি কাজেও। এখন তিনি নিয়মিত ফুড ও ট্রাভেল ভ্লগিং করছেন, পাশাপাশি ইসলামিক ফ্যাশন ইনফ্লুয়েন্সার হিসেবেও জনপ্রিয় হয়ে উঠছেন।
তার এই পরিবর্তন অনেকের প্রশংসা কুড়িয়েছে। বিভিন্ন সাক্ষাৎকারেও তুলে ধরছেন নিজের নতুন জীবনধারা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, আমাদের আসল লক্ষ্য পরকাল। কিন্তু চারপাশের আধুনিকতার অনুসরণ করতে গিয়ে আমরা সেটা ভুলে যাই। মিডিয়ায় কাজ করা যায়, তবে ইসলামের গণ্ডির মধ্যে থেকে করা উচিত। ইসলামের পথ বেছে নেওয়াটা ছিল আমার জীবনের বেস্ট ডিসিশন।
এটিআর/