Logo

বিনোদন

পাকিস্তানি অভিনেত্রী নাজিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১১:৪৮

পাকিস্তানি অভিনেত্রী নাজিশের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর

প্রতারণা, আমানত তছরূপ ও হুমকির অভিযোগে পাকিস্তানের জনপ্রিয় অভিনেত্রী নাজিশ জাহাঙ্গীর এবং তার সহযোগী সিকান্দার খানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে লাহোরের একটি আদালত।

শুক্রবার (২১ মার্চ) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম জিও নিউজ উর্দু

প্রতিবেদনে বলা হয়েছে, নাজিশ জাহাঙ্গীর ও সিকান্দার খানের বিরুদ্ধে প্রতারণা এবং হুমকি দেওয়ার অভিযোগ তুলে আসুদ হাফিজ নামের এক ব্যক্তি মামলা দায়ের করেছেন।

মামলার পরিপ্রেক্ষিতে তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আদালত। ২২ মার্চের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার করে আদালতে হাজির করার নির্দেশও দেওয়া হয়েছে।

স্থানীয় পুলিশ কর্তৃপক্ষ জানিয়েছে, অভিযুক্তদের গ্রেপ্তার করতে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর