Logo

বিনোদন

ফের মা হচ্ছেন আলিয়া?

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মার্চ ২০২৫, ১৪:৪৮

ফের মা হচ্ছেন আলিয়া?

বলিউডের জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট দ্বিতীয় সন্তানের পরিকল্পনা করছেন বলে গুঞ্জন উঠেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর নিজেই দিয়েছেন এ ইঙ্গিত।

২০২২ সালের এপ্রিলে বিয়ে করেন রণবীর-আলিয়া। কয়েক মাস পরই জানান, তারা প্রথম সন্তানের অপেক্ষায় রয়েছেন। একই বছরের নভেম্বরে তাদের কন্যা রাহা কাপুরের জন্ম হয়। দেখতে দেখতে দুই বছরের কাছাকাছি বয়স হলো রাহার। এবার কি তবে ফের সুখবর আসছে?

রণবীর-আলিয়া সবসময়ই পরিবারকে গুরুত্ব দেন। বিয়ের আগেও আলিয়া বলেছিলেন, তিনি দুই সন্তানের মা হতে চান। এবার সেই পরিকল্পনাই বাস্তবায়ন করতে চলেছেন তারা।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ‘সম্প্রতি এক সাক্ষাৎকারে রণবীর বলেন, খুব শিগগিরই দ্বিতীয় উল্কিটা করাব। হয়তো সেটা ৮ সংখ্যা সম্পর্কিত হতে পারে, কিংবা আমার দ্বিতীয় সন্তানের নামও হতে পারে।’  

এর আগে, এক পডকাস্টে আলিয়াও দ্বিতীয় সন্তান প্রসঙ্গে কথা বলেছেন। যদিও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি, তবে রণবীরের কথাতেই মিলেছে ইঙ্গিত।

রণবীর কাপুরের পরিবারে দুই সন্তান থাকার রীতি বহুদিনের। তার বাবা ঋষি কাপুর ও মা নীতু কাপুরেরও দুই সন্তান—রণবীর ও রিধিমা। এবার কি সেই ধারা বজায় রাখবেন রণবীর-আলিয়া? ভক্তরা এখন তাদের আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়!

এটিআর/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর