
ঈদ আনন্দের অন্যতম অনুষঙ্গ সিনেমা। আর তাই বাংলাদেশে ঈদকে ঘিরেই নির্মিত হয় সবচেয়ে বেশি বাজেটের সিনেমা। দর্শকও অপেক্ষায় থাকেন প্রিয় অভিনেতার কোন সিনেমা আসছে ঈদে। এবারের ঈদে দেশের সিনেমাপ্রেমিদের জন্য আসছে ছয়টি সিনেমা। ইতিমধ্যেই সামাজিক মাধ্যমে এসেছে এসব সিনেমার গান, টিজার ও ট্রেলার।
সেসব নিয়ে ভক্তদের মাঝে নানামুখী আলোচনাও দেখা গেছে সামাজিক মাধ্যমে। এবার ঈদে যেসব সিনেমা মুক্তি পাচ্ছে, এরমধ্যে বেশ এগিয়ে রয়েছে দেশের অন্যতম চলচ্চিত্র তারকা শাকিব খানের দুইটি সিনেমা। এছাড়াও অভিনেতা আফরান নিশো এবং সিয়াম আহমেদেরও আছে একটি করে ছবি।
সাথে ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম অভিনীত একটি ছবিও মুক্তি পাবে। সেই সঙ্গে ছোটপর্দার আরেক তারকা সজলেরও একটি সিনেমা মুক্তি পাচ্ছে এই ঈদে।
শাকিব খানের বড় বাজেটের সিনেমা ‘বরবাদ’
বলা হচ্ছে, এই ঈদে সবচেয়ে বড় বাজেটের সিনেমা হতে যাচ্ছে শাকিব খানের ‘বরবাদ’। তবে, সিনেমার বাজেট ঠিক কত সে বিষয়ে সঠিক কোনো তথ্য দেননি পরিচালক বা সংশ্লিষ্টরা।
চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ কেউ বলছেন, এ সিনেমার জন্য প্রায় ১৫ কোটি টাকা খরচ করেছেন প্রযোজক। তরুণ পরিচালক মেহেদি হাসান হৃদয়ও সেরকম ইঙ্গিত দিয়েছেন। তার এটি প্রথম সিনেমা এটি।
সিনেমাটিতে শাকিব খানের সঙ্গে জুটি বেঁধেছেন ভারতের পশ্চিমবঙ্গের অভিনেতা ইধিকা পাল। আছেন পশ্চিমবঙ্গের অভিনেতা যিশু সেনগুপ্ত, নুসরাতসহ অনেকেই।
পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেছেন, বরবাদ বিনোদনধর্মী সিনেমা, যেখানে রোমান্স, অ্যাকশন, ড্রামা, ইমোশন, নাচ-গান সব কিছুই আছে। তার আশা সিনেমাটি সবার কাছে ভালো লাগবে। এর আগে বরবাদ সিনেমার টিজার প্রকাশ পেলে অনেকেই বলিউডের সিনেমা ‘অ্যানিমেল’ এর সঙ্গে মিল খুঁজে পেয়েছিলেন।
শাকিবের চরিত্রের সাথে অ্যানিমেল সিনেমার রনবীর কাপুরের চরিত্রের সাদৃশ্য দেখেছেন কেউ কেউ।
তবে, বিষয়টি নিয়ে পরিচালক মেহেদি হাসান হৃদয় বলেছেন, কিছু অ্যাকশন দৃশ্যর সঙ্গে মিল পেলেও এই সিনেমার গল্পটি মৌলিক। যার সঙ্গে অন্য কোনো সিনেমার মিল পাওয়া যাবে না।
আর অতিরিক্ত অ্যাকশনের জন্য সেন্সর সার্টিফিকেশন বোর্ড থেকে আনকাট সনদ মেলেনি বরবাদ এর। কাটছাট করে তবেই মিলেছে সেন্সর সার্টিফিকেট। ছবিটি দেশের প্রায় ১০০ সিনেমা হলে মুক্তি পাচ্ছে।
ভারত ও বাংলাদেশের যৌথ প্রযোজনার সিনেমা হিসেবে নির্মিত হয়েছে এটি। যার ৮০ ভাগ শুটিং দেশের বাইরে অর্থাৎ ভারতে করা। এটি অ্যাকশন-ভায়োলেন্স ঘরানার চলচ্চিত্র।
জানা গেছে ভারতের খ্যাতনামা অ্যাকশন পরিচালক রবি ভার্মা এই চলচ্চিত্রের অ্যাকশন দৃশ্য পরিচালনা করেছেন।
অপেক্ষা ফুরাল ‘জংলি’র
তরুণ চলচ্চিত্র তারকা সিয়াম আহমেদ অভিনীত জংলি সিনেমা আরও আগে মুক্তি পাওয়ার কথা থাকলেও, শেষ পর্যন্ত ঈদেই মুক্তি পাচ্ছে এটি। সিনেমার প্রচারণা নিয়ে এরইমধ্যে আলোচনায় এসেছেন সিয়াম আহমেদ। বিভিন্ন ইউটিউবার ও ইনফুলেন্সারদের তিনি যুক্ত করেছেন প্রচারণার সঙ্গে।
ছবিটির মাধ্যমে বেশ কয়েকবছর পর ঈদে মুক্তি পাচ্ছে সিয়ামের সিনেমা। এম রাহিম পরিচালিত সিনেমাটিতে সিয়ামের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলি এবং দিঘী। গল্প প্রসঙ্গে পরিচালক এম রাহিম জানান, ছয় বছরের একটি মেয়ে পাখির গল্প এটি। যে মেয়েটিকে তার বাবা কিংবা মা কেউই রাখতে চায় না।
ভাগ্যচক্রে পাখি হারিয়ে যায় তার শহর থেকে, রাস্তায় রাস্তায় ঘুরে তার জায়গা হয় চালচুলোহীন এক তরুণ জনির বাসায়। সেখান থেকে গল্প সামনে এগিয়ে যায়। সিনেমাটি প্রযোজনা করেছে টাইগার মিডিয়া ও এমআইবি স্টুডিও।
আসছে আফরান নিশোর ‘দাগি’
২০২৩ সালে মুক্তি পেয়েছিল ছোট পর্দার অভিনেতা আফরান নিশোর প্রথম সিনেমা সুড়ঙ্গ। এবার আসছে নতুন ছবি দাগি। সিনেমাটি প্রযোজনা করেছে ভারতের এসভিএফ, বাংলাদেশের আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ–প্রযোজনায় আছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি।
বাংলাদেশের সৈয়দপুর, রাজশাহী, ঢাকায় হয়েছে ‘দাগি’ সিনেমার শুটিং। এ সিনেমায় অভিনয় করেছেন তমা মির্জা, সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার, রাশেদ মামুন অপু, এ কে আজাদ সেতুসহ অনেকে।
এই সিনেমার গল্প, চিত্রনাট্য, সংলাপ লিখেছেন নির্মাতা শিহাব শাহীন।
এ সিনেমার গল্প প্রসঙ্গে জানা যায়, ১৪ বছর জেল খাটার পর মুক্তি পেয়েছেন নিশো। গল্প শুরু হয় যখন তিনি কারাগার থেকে বেরিয়ে আসেন এবং দেখেন যে পৃথিবী অনেক বদলে গেছে। সমাজ তাকে স্বাভাবিকভাবে গ্রহণ করতে রাজি নয়। শুরু হয় নিশোর নতুন পরিবেশে টিকে থাকার লড়াই।
কদিন আগে সিনেমার প্রচারণার জন্য কয়েদির পোশাকে সংবাদ সম্মেলনে হাজির হয়েছিলেন এই তারকা। বিষয়টি নিয়ে সেসময় বেশ শোরগোলও হয়।
হরর সিনেমা ‘জিন থ্রি’
গেল দুই বছর ঈদে মুক্তি পেয়েছিল জিন সিনেমার দুটি কিস্তি। এবার ঈদে মুক্তি পাচ্ছে সিক্যুয়েল ‘জিন থ্রি’। ছবিটির গান কন্যা রে এরইমধ্যে বেশ আলোচিত হয়েছে। বিভিন্ন তারকা এটি শেয়ারও করেছেন। উপমহাদেশের জনপ্রিয় সংগীতশিল্পী রুনা লায়লা গানটি শেয়ার করে শুভ কামনা জানিয়েছেন।
ছবিটির আগের কিস্তিতেই প্রধান চরিত্রে অভিনয় করেছেন আবদুর নূর সজল। এবার তার সাথে জুটি বেঁধেছেন নুসরাত ফারিয়া। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত সিনেমাটি পরিচালনা করেছেন কামরুজ্জামান রোমান।
ছবিটি নিয়ে প্রযোজক আবদুল আজিজ বলেন, এটি পুরোপুরি হরর সিনেমা। আগের দুটি কিস্তি যেরকম মানুষ পছন্দ করেছিল আশা করছি, এটাও করবে।
অভিনেতা সজল বলেছেন, এর আগে জিন-১ এ কাজ করা হয়েছিল। এবারের গল্পটটি একটি পরিবারভিত্তিক গল্প। এ কারণে সবাইকে নিয়ে দেখার মতো একটা সিনেমা।
চার বছর পর মুক্তি পাচ্ছে অন্তরাত্না
২০২১ সালে শুটিং হয়েছিল চলচ্চিত্র তারকা শাকিব খানের ছবি 'অত্নরাত্না'র। ঢাকার বাইরে পাবনায় হয়েছিল পুরো শুটিং। পরিকল্পনা ছিল দ্রুতই সিনেমাটি মুক্তি দেয়ার। কিন্ত সেটা আর হয়নি। মুক্তির জন্য মোটামুটি অপেক্ষা করতে হয়েছে চার বছর।
এটি নির্মাণ করেছেন নির্মাতা ওয়াজেদ আলী সুমন। প্রযোজনা করেছেন সোহানী হোসেন। মুক্তি প্রসঙ্গে সোহানী হোসেন গণমাধ্যমকে বলেন, দীর্ঘ চার বছরের প্রতীক্ষার অবসান হচ্ছে। অবশেষে আমরা সিনেমাটি দর্শকদের সামনে নিয়ে আসছি।
সিনেমায় শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন কলকাতার অভিনেত্রী দর্শনা বণিক।
অন্তরাত্মার অন্যান্য চরিত্রে অভিনয় করছেন শাহেদ শরীফ খান, অরুণা বিশ্বাস, ঝুনা চৌধুরী, এস এম মহসীন, মারুফ।
‘চক্কর ৩২০’ এ চমক মোশাররফ করিম
সরকারি অনুদানে নির্মিত হয়েছে অভিনেতা ও নির্মাতা শরাফ আহমেদ জীবনের প্রথম সিনেমা চক্কর ৩২০। এই সিনেমার সবচেয়ে আকর্ষনীয় বিষয় হলো অভিনেতা মোশাররফ করিমের অভিনয়। পুরো সিনেমা জুড়ে তার বিচরণ রয়েছে বলে জানিয়েছেন নির্মাতা জীবন।
এদিকে, কয়েকদিন আগে প্রকাশিত টিজারে দেখা যায় সিনেমাতে মোশাররফ করিম অভিনয় করেছেন গোয়েন্দা (ডিবি) পুলিশ চরিত্রে। ধারনা করা হচ্ছে, মার্ডার মিস্ট্রি ঘরানার সিনেমা চক্কর ৩২০।
সিনেমাটিতে মোশাররফ করিমের বিপরীতে অভিনয় করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারজয়ী অভিনেত্রী রিকিতা নন্দিনী শিমু। সিনেমায় তাকে মোশাররফ করিমের স্ত্রীর চরিত্রে অভিনয় করতে দেখা যাবে।
ছবি নিয়ে নির্মাতা শরাফ আহমেদ জীবন বলেন, এটি সব বয়সীদের জন্য নির্মিত সিনেমা। সবাই খুব উপভোগ করবেন আশা করছি।
সূত্র : বিবিসি
ওএফ