নায়িকার মুখে দুর্গন্ধ, অতিষ্ঠ হয়ে পড়েছিলেন ইমরান হাশমি

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ০৯:৩৫

ইমরান হাশমি
চুম্বনের রাজা হিসেবে পরিচিত বলিউড অভিনেতা ইমরান হাশমি। পর্দায় প্রায় প্রতিটি ছবিতে নায়িকাদের সঙ্গে চুম্বন করতে দেখা গেছে তাকে, কিন্তু বাস্তবে তার জীবন পুরোপুরি স্ত্রীর প্রতি নিবেদিত।
তবে, এক সময় এক নায়িকাকে চুম্বন করতে গিয়ে অস্বস্তিকর অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন অভিনেতা। নায়িকার মুখের দুর্গন্ধে প্রাণ অতিষ্ঠ হয়েছিল তার। সম্প্রতি এক সাক্ষাৎকারে এই তথ্য জানিয়েছেন অভিনেতা নিজেই।
ইমরান হাশমি জানিয়েছেন, এক নায়িকার সঙ্গে চুম্বন করতে গিয়ে বেশ অস্বস্তিতে পড়তে হয় তাকে। নায়িকার মুখে অতিরিক্ত দুর্গন্ধ হওয়ায় চুমু খেতে পারছিলেন না তিনি। যদিও তিনি সেই নায়িকার নাম প্রকাশ করেননি, তবে তার বক্তব্য ছিল, ‘সকালবেলা ঘুম থেকে ওঠার পরে যেভাবে মুখে গন্ধ থাকে, ঠিক তেমন গন্ধের মুখোমুখি হয়েছিলাম আমি।’ তার এই মন্তব্য প্রকাশ্যে আসতেই অনুরাগীরা নানা ধরনের অনুমান শুরু করেন।
অন্যদিকে, ইমরান হাশমি মল্লিকা শেরাওয়াতের সঙ্গে তার চুম্বন অভিজ্ঞতাকে সেরা হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, ‘মল্লিকা শেরাওয়াতের সঙ্গে চুম্বনটাই সেরা ছিল, যদিও আমি ছিলাম বলেই এটা সেরা।’ এ ছাড়া ‘মার্ডার ২’ ছবির শুটিংয়ে জ্যাকলিন ফার্নান্দেজের সঙ্গে তার চুম্বন অভিজ্ঞতাও ভালো ছিল বলে জানান তিনি।
এটিআর/