গৃহকর্মী নির্যাতনের অভিযোগ
‘মিডিয়া ট্রায়াল’ বন্ধের দাবি পরীমণির

বিনোদন ডেস্ক
প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ১১:১৬

চিত্রনায়িকা পরীমণির বিরুদ্ধে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ উঠেছে। গৃহকর্মী পিংকি আক্তার দাবি করেছেন, পরীমণি তার এক বছরের সন্তানকে খাবার খাওয়ানোর সময় তাকে মারধর করেছেন।
গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) রাতে রাজধানীর ভাটারা থানায় এই অভিযোগ দায়ের করেন পিংকি। ঘটনার পর শুক্রবার দিবাগত রাতে (৫ এপ্রিল) ফেসবুক লাইভে এসে নিজের বক্তব্য তুলে ধরেন পরীমণি। ২১ মিনিট ৬ সেকেন্ডের এই লাইভে তিনি বলেন, আমার জীবনযাপন সবসময়ই আমার স্টাফদের সঙ্গে। তারা আমার পরিবারের মতো, বিশেষ দিবসে তাদের নিয়ে আমি লেখালেখি করি।
পরীমণি বলেন,যে গৃহকর্মীটি আমার বিরুদ্ধে অভিযোগ করেছে, সে আসলে এক মাসও হয়নি আমাদের বাসায় কাজ করছে। আমি বলব, সে আমার গৃহকর্মী নয়।
লাইভের বেশিভাগ অংশে গণমাধ্যমে প্রচারিত খবর নিয়ে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করে অভিনেত্রী। পরী জানিয়ে দেন, তিনি এ অভিযোগের বিরুদ্ধে আইনিভাবে প্রতিকার চাইবেন, তবে তিনি প্রমাণ এখন দিতে চান না। ‘আমার হাতে সব প্রমাণ আছে, কিন্তু আমি আইনকে সম্মান করি, তাই তা প্রকাশ করতে চাই না—’ বলেন পরীমণি।
তার ভাষ্য, ‘আমরা কি একটু ওয়েট করতে পারতাম না যারা মিডিয়াকর্মী ছিলাম। তারা আমাকে যেভাবে টর্চারটা করল, যেভাবে ফলাও করে ওই নিউজটা করা হলো, যেভাবে তার ইন্টারভিউ করা হলো; তার মানে কি আমরা মিডিয়াকর্মী হয়ে তাকে প্রিভিলেজ (বেশি সুবিধা) দিচ্ছি না? যে কেউ যে কারও বিরুদ্ধে জিডি করলেই সাথে সাথে এটা জাস্টিফাই হয়ে যাবে? এতে আমি ছোট হয়েছি বা বড় হয়েছি তা না, আমি যদি অন্যায় করি ডেফিনেটলি আমার শাস্তি পাওয়া উচিত। যে কেউ অভিযোগ করতেই পারে, কিন্তু সেটা প্রমাণিত হওয়ার আগেই আপনি তাকে দোষী সাব্যস্ত করে দেবেন?’
পরী জানান, ঘটনার পর রাতে তার বাসায় পুলিশ এসে সবার জিজ্ঞাসাবাদ করেছে। লাইভের শেষ পর্যায়ে আবেগপ্রবণ হয়ে তিনি বলেন, ‘এত মিডিয়া ট্রায়াল বন্ধ করে দেন, জনগণ কিন্তু আস্ত একটা মিডিয়া।’
এটিআর/