Logo

বিনোদন

আবেগে ভাসাবে ওয়াসির ‘বিধি’

Icon

বিনোদন প্রতিবেদক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৫, ২০:৫৬

আবেগে ভাসাবে ওয়াসির ‘বিধি’

কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি

তরুণ প্রজন্মের জনপ্রিয় কণ্ঠশিল্পী খায়রুল ওয়াসি এবার মাতাবেন বিচ্ছেদের আবহে। রোববার (৬ এপ্রিল) তাঁর নতুন গান ‘বিধি’ মুক্তি পাচ্ছে গানচিলের ইউটিউব চ্যানেলে। 

আবেগঘন এ গানের কথা লিখেছেন আর এ আশরাফুল। সুর ও সংগীতায়োজন শান সায়েকের। পুরো প্রজেক্টের সার্বিক ব্যবস্থাপনায় রয়েছেন জনপ্রিয় লেখক ও সংগীতশিল্পী লুৎফর হাসান।

‘বিধি’ গানটি নিয়ে বাংলাদেশের খবরকে ওয়াসি বলেন, ‘এই গানটা আমার জন্য খুবই স্পেশাল। গানের কথা, সুর— সবকিছুই এত হৃদয় ছোঁয়া যে, গাইতে গাইতে নিজেও আবেগাপ্লুত হয়ে পড়েছিলাম। আমি বিশ্বাস করি, গানটি শ্রোতাদের হৃদয়ে আলাদা জায়গা করে নেবে। ইনশাআল্লাহ আমাদের জয় হবে।’

লুৎফর হাসান বলেন, ‘মুক্তির অপেক্ষায় থাকা গানটি শুনেছি। দুর্দান্ত গায়কী। সুন্দর ভিডিও। দর্শক-শ্রোতারা ভালো কিছু উপহার পেতে যাচ্ছেন।’

এর আগে খায়রুল ওয়াসির একাধিক গান সুপারহিট হয়েছে। এরমধ্যে ‘চোখ লাল কিসে’, ‘পারিস’, ‘আমি তো আমার আছি’ প্রভৃতি মানুষের ঠোঁটে ঠোঁটে। 

গানটি দেখা যাবে গানচিলের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। প্রকাশের পর গানচিলের ফেসবুক পেজ ও অন্যান্য ডিজিটাল মাধ্যমেও গানটির প্রচার চালানো হবে।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর