Logo

বিনোদন

নিজেকে ‘দেবী’ আখ্যা দিয়ে হিন্দু ধর্ম নিয়ে রসিকতা উর্বশীর!

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১২:১৫

নিজেকে ‘দেবী’ আখ্যা দিয়ে হিন্দু ধর্ম নিয়ে রসিকতা উর্বশীর!

ছবি : সংগৃহীত

শোবিজ অঙ্গনে প্রায়ই নানা আলোচনা সমালোচনার শিকার হয়েছেন উর্বশী রৌতেলা। বিভিন্ন সাক্ষাৎকারে নিজের প্রশংসায় নিজেই পঞ্চমুখ তিনি। এ বার নিজেকে প্রায় ‘দেবী’ দাবি করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তার নামে নাকি মন্দিরও রয়েছে এই দেশে। সেই মন্দিরে তাকে পূজাও করা হয়। উর্বশীর এমন মন্তব্য শুনে সামাজিক যোগাযোগ মাধ্যমে হাসির রোল উঠেছে । এর পাশাপাশি কটাক্ষও ধেয়ে আসছে তার উপর। 

উর্বশীর দাবি,  তার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। বদ্রীনাথ মন্দিরের কাছেই অবস্থিত ‘উর্বশী মন্দির’। সেই মন্দিরে তাকে পূজা করা হয় এবং অনুরাগীরা তার উদ্দেশে এই মন্দির গড়েছেন।

এই প্রসঙ্গে উর্বশী আরও বলেন, ‘‘আমার নামে একটি মন্দির আছে উত্তরাখণ্ডে। কেউ যদি বদ্রীনাথ আসেন, সেই মন্দিরের ঠিক পাশেই রয়েছে উর্বশী মন্দির।’’এমনকি অভিনেত্রী এ-ও বলেন, ‘‘মন্দির থাকলে মানুষ তো আসবেনই আশীর্বাদ নিতে।’’

অপরদিকে, উর্বশীর এই মন্তব্যের নিন্দা জানালেন অভিনেত্রী রশ্মি দেসাই। সামাজিক যোগাযোগ মাধ্যমে রশ্মি লিখেছেন, “সত্যিই অবাক লাগে, এই ধরনের নির্বোধ মন্তব্যের বিরুদ্ধে কোনও পদক্ষেপ না নেওয়া হলে। ভারতে হিন্দু ধর্ম যেন রসিকতায় পরিণত হয়েছে। ভারতের প্রতিনিধিত্ব করে ইচ্ছে করে এই সব অর্থহীন কথা বলছেন। দয়া করে ধর্মের নামে এই খেলা খেলবেন না।”

উল্লেখ্য, উত্তরাখণ্ডের বামনি গ্রামে সত্যিই রয়েছে উর্বশী মন্দির। স্থানীয় সূত্রে জানা যায়, হিন্দু পুরাণে উল্লিখিত দেবী উর্বশীকে পুজো করা হয় এই মন্দিরে। এর সঙ্গে উর্বশী রৌতেলার কোনও সম্পর্ক নেই। বামনি গ্রামের বাসিন্দারা এই দেবীর পুজো করেন। তাই তারা উর্বশী রৌতেলার মন্তব্যের বিরোধিতা করেছেন এবং দাবি করেছেন, অবিলম্বে ক্ষমা চাইতে হবে অভিনেত্রীকে। টিএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর