-6804aec5075b4.jpg)
ছবি : সংগৃহীত
সম্প্রতি উর্বশী রৌতেলার দেওয়া এক সাক্ষাৎকারে নিজেকে ‘দেবী’ বলেছেন এমন অভিযোগ উঠে তার উপর। দ্রুতই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী।
শনিবার (১৯ এপ্রিল) বিষয়টি নিয়ে মুখ খোলেন উর্বশী রৌতেলা। তিনি অভিযোগ করেন, নেটিজেন ও গণমাধ্যম তার বক্তব্য বিকৃতভাবে প্রকাশ করেছে। পাশাপাশি তিনি সতর্ক করে দেন, যারা তার সম্পর্কে বিভ্রান্তিকর মন্তব্য করছেন, তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। এমনকি উর্বশীর পক্ষ থেকে একটি অফিসিয়াল বিবৃতি প্রকাশ করা হয়, যেখানে বলা হয়—
‘‘উত্তরাখণ্ডে আমার নামে একটি মন্দির রয়েছে’,তিনি কখনো বলেননি ‘উর্বশী রাউতেলার মন্দির’। কিন্তু এখন মানুষ আর কথা ঠিকভাবে শোনে না। শুধু ‘উর্বশী’ আর ‘মন্দির’ শুনেই ধরে নেয়, যেন উর্বশী রৌতেলার পূজা করা হয়। অনুরোধ করব, আগে ভিডিওটি ভালোভাবে শুনুন, তারপর মন্তব্য করুন।’’
বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, “কোনো ব্যক্তির বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ তোলার বা অবমাননাকর মন্তব্য করার আগে, তথ্য সঠিকভাবে যাচাই করা অত্যন্ত জরুরি। সমাজে প্রত্যেকের উচিত একজন আরেকজনকে সম্মান ও সহমর্মিতা দেখানো, যাতে সবার অধিকার সুরক্ষিত থাকে।”
টিএ