Logo

বিনোদন

জাহিদ প্রীতমের গল্প

জুটি বাঁধছেন প্রীতম-তিশা

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২৪, ১৬:৩৫

জুটি বাঁধছেন প্রীতম-তিশা

ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে প্রথমবার একসঙ্গে দেখা যাবে প্রীতম হাসান ও তানজিন তিশাকে।

জনপ্রিয় তরুণ নির্মাতা জাহিদ প্রীতম তার আগের কাজগুলোর মতোই দর্শকদের জন্য চমকপ্রদ ওয়েবফিল্ম তৈরি করছেন। তার নতুন ওয়েবফিল্ম ‘ঘুমপরী’তে প্রথমবারের মতো জুটি বাঁধছেন দুই জনপ্রিয় তারকা প্রীতম হাসান এবং তানজিন তিশা। এটি চরকিতে তানজিন তিশার প্রথম কাজ।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) চরকি কার্যালয়ে নতুন এই ওয়েব ফিল্মের চুক্তি স্বাক্ষরিত হয়। এ সময় উপস্থিত ছিলেন তানজিন তিশা, প্রীতম হাসান, পারসা মেহেজাবীন, নির্মাতা জাহিদ প্রীতম এবং চরকির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) রেদওয়ান রনি।

জাহিদ প্রীতম তার ব্যতিক্রমী গল্প এবং আবেগঘন নির্মাণের জন্য পরিচিত। তার নতুন ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ প্রেম এবং রহস্যের মিশ্রণে তৈরি, যা দর্শকদের ভিন্ন এক অভিজ্ঞতা দেবে। এই প্রজেক্টে প্রীতম হাসান এবং তানজিন তিশার সাথে আরও অভিনয় করছেন পারসা মেহেজাবীন।

তানজিন তিশা জানিয়েছেন, এই গল্পটি দর্শকদের খুব দ্রুত মুগ্ধ করবে। এ কারণেই তিনি এর মাধ্যমে চরকির সাথে তার প্রথম কাজ শুরু করেছেন। 

প্রীতম হাসান বলেন, ‘গল্পটি খুবই সুন্দর- যেখানে ভালোবাসা, রহস্য এবং নাটকীয়তার চমৎকার মিশ্রণ রয়েছে।’

‘ঘুমপরী’ একটি ভালোবাসার গল্প, তবে এখানে রহস্য এবং নাটকীয়তারও উপস্থিতি রয়েছে, মন্তব্য করেন নির্মাতা জাহিদ প্রীতম।

এফএটি/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর