হুমায়ূন আহমেদকে শ্রদ্ধা জানিয়ে ভিকির ‘নীল সুখ’

বিনোদন প্রতিবেদক
প্রকাশ: ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৩:৩১
-67a859ecc0233.png)
ছবি: সংগৃহীত
থ্রিলারধর্মী কাজ করতেই স্বাচ্ছন্দ্যবোধ করেন নির্মাতা ভিকি জাহেদ। এমনকি থ্রিলার নির্মাতা হিসেবে দর্শকমহলে রয়েছে তার ব্যাপক পরিচিতি। তবে এবারের ভালোবাসার মাসে রোমান্টিক ধাঁচের ওয়েব ফিল্ম ‘নীল সুখ’ নিয়ে আসছেন তিনি।
যেখানে প্রথমবারের মতো জুটিবদ্ধ হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবং নতুন মুখ রেহান।
ওয়েব ফিল্মটি প্রয়াত ঔপন্যাসিক, নির্মাতা হুমায়ূন আহমেদকে উৎসর্গ করেছেন ভিকি জাহেদ। হুমায়ূন আহমেদকে আদর্শ হিসেবে মানেন এই নির্মাতা। ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো কাজ হুমায়ূন আহমেদকে উৎসর্গ করলেন তিনি।
গণমাধ্যমে ভিকি জানান, নির্মাতা হিসেবে তাঁকে ভীষণ প্রভাবিত করেছেন হুমায়ূন আহমেদ। তাই তাঁর প্রতি কৃতজ্ঞতা জানাতে এই ফিল্ম উৎসর্গ করেছেন। ‘নীল সুখ’-এ তিনি হুমায়ূনের কাজের ছাপ রাখার চেষ্টা করেছেন।
ওয়েবফিল্মের বিষয়ে নির্মাতা বলেন, দর্শকেরা অনেক দিন ধরেই চাচ্ছিলেন, আমি যেন রোমান্টিক কাজ করি। এটা নিখাদ ভালোবাসার গল্পে নির্মাণ করেছি। তবে গল্পটা সরল নয়। যেহেতু আমার কাজ, একটু জটিল তো হবেই।’
সম্প্রতি মুক্তি পেয়েছি ওয়েবফিল্মের প্রথম গান ‘কতবার ভেবেছিনু।’ রবীন্দ্রনাথ ঠাকুরের কথা ও সুরে গানে কন্ঠ দিয়েছেন ন্যান্সি।
উল্লেখ্য, ইরিনা’, ‘জন্মদাগ’, ‘রেহনুমা’, ‘চিরকাল আজ’, ‘পুনর্জন্ম সিরিজ’, ‘রেডরাম’, ‘দ্য সাইলেন্স’, ‘কাজলের দিনরাত্রি’, ‘আমি কি তুমি’, ‘তিথিডোর’- এর মতো আলোচিত কাজ উপহার দিয়েছেন ভিকি জাহেদ।
১৮ ফেব্রুয়ারি ওটিটি প্ল্যাটফর্ম বিঞ্জে মুক্তি পাবে ‘নীল সুখ’।
এফএটি